যাক। পাওয়ার বাড়েনি শুনে ভালো লাগলো ভাই। তবে চোখের ব্যাপার, নিয়ম করে ড্রপ দাও। অবহেলা কোরো না। দিশা চোখের জন্য সেরা জায়গা। আমিও কদিন আগে মায়ের চোখের অপারেশন করালাম দিশা থেকে। এখন ভালো আছে। তবে নিয়ম করে চেকাপটা করিও। পাওয়ার না বাড়াই ভালো। বৃষ্টির দিনে ভালো থেকো আর খিচুড়ি খেও।