You are viewing a single comment's thread from:

RE: রাতের নির্জনতায় গঙ্গা ভ্রমণ ||~~

in আমার বাংলা ব্লগlast year

অসাধারণ লিখেছো। সত্যই রাতের বেলা গঙ্গা ভ্রমণের এক আলাদা মাধুর্য আছে। কিন্তু তুমি এটি কোন জায়গার গঙ্গা ভ্রমণের কথা লিখেছ? বাংলাদেশে তো গঙ্গা নাই। তুমি কি ভারতে এসে গঙ্গা ভ্রমণের বৃত্তান্ত লিখেছো? যদিও পদ্মা গঙ্গারই একটি শাখা, কিন্তু তা তো গঙ্গা বলে অভিহিত হয় না। তবে ছবিগুলি অসাধারণ। সত্যিই গঙ্গার সৌন্দর্য ভাষায় ব্যাখ্যা করবার মতো নয়।

Sort:  
 last year 

ওই যে তোমাদের ওখানে যখন গিয়েছিলাম তখন আমরা গঙ্গার ধারেও গিয়েছিলাম। চুঁচুড়া থেকে গঙ্গা দেখতে নিয়ে গিয়েছিল আমাদের এক দিদি এবং তার মেয়ে। আর সেই অনুভূতি থেকে লেখা। এটা তোমাদের গঙ্গা। ছবিগুলো আমার মুঠোফোনে তোলা।

ভালো থেকো দাদা। আমি এখনো খুব স্বাভাবিক হতে পারছি না। আমাদের দেশের অবস্থার জন্য। চোখে মুখে শুধু আতংক নিয়ে আছি বাসায়। কারো সাথে কথাও বলতে ইচ্ছে করে না। শুধু রক্ত দেখি আর বাচ্চাদের চিৎকারে যেন কারন ঝালাপালা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে উপলব্ধি করছি, হয়তো আমি মানসিক রোগী হতে যাচ্ছি। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। আমি যেন এক অন্য আমি তে পরিণত হচ্ছি। দোয়া কর আমার জন্য। আর নিলাম দিদিকেও বলে দিও। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য।