আজকের কবিতার পাতায় - সহজিয়ার কথা
আজকের কবিতার পাতায় - সহজিয়ার কথা
আসুন আজ একটা দীর্ঘ কবিতা পড়াই। দীর্ঘ কবিতা লিখতে আমার ভালই লাগে। আসলে কবিতা নিয়ে যাপন বহুদিনের। তার মধ্যে বিভিন্ন ধরনের কবিতা লিখে থাকি আপন খেয়ালে। কখনো ছোট আবার কখনো দীর্ঘ। যদিও এই কবিতাটি অতি দীর্ঘ কবিতা নয়, তবু এই ধরনের কবিতা পাঠযোগ্য হয় বলে পড়তে ভালো লাগে। আসলে কবিতার বৈশিষ্ট্যই হলো দুই রকম। একরকম কবিতা পাঠ করলে শ্রুতিমধুর লাগে। আর অন্য আরেক ধরনের কবিতা শুধুমাত্র পঠনেই সুখ। অর্থাৎ সেই কবিতা গুলি নিজের খেয়ালে পাঠ করে সুখ উপভোগ করতে হয়। কিছুটা দীর্ঘ কবিতা কোন শিল্পীর কন্ঠে পাঠ শুনলে যতটা ভালো লাগে, সাধারণত ছোট এবং মোড়কের আড়ালে পাকা কবিতা নিজে পাঠ করতে বেশি ভালো লাগে। আজ আপনাদের সামনে যে কবিতাটি পড়াব, সেটি আবৃত্তিযোগ্যও হতে পারে। এবার আমার লেখা কবিতা 'সহজিয়ার কথা' পড়ে নিন। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে নিশ্চয় জানাবেন।
☘️কবিতা☘️
সহজিয়ার কথা
কৌশিক চক্রবর্ত্তী
পতঙ্গ শরীরে বাসা বেধেছে রঙিন প্রজাপতি
মোমবাতির গভীরে ছিল অজানা যন্ত্রণার কথা
বুনে এসেছিলাম নিলিপ্ত চেহারায়
তুমি জানতে চেয়েছিলে বারবার
কিসের যন্ত্রণায় আমি ছটফট করেছি প্রথম দিন থেকে?
অজানা সমুদ্রঢেউ প্রবেশ করেছে বিচ্ছিন্ন নদী পথে
ঘরোয়া পতঙ্গের শরীরে তখনই গজিয়েছে ডানা -
তুমি এসেছিলে
পর্যাপ্ত চেহারায় ঢেউ গুনেছিলে একটি একটি করে
আমার শরীরে তখন তিরতিরে বসন্ত...
যেটুকু বদলে যাওয়া শব্দভীতি ঠাঁই চেয়েছিল ঠোঁটে
তার জন্য নতুন নাম ভেবেছি বারবার...
অজানা আঙুলগুলো কেমন করে ভিত খুঁজেছে আমার শরীরে?
ঝর্নার বৈচিত্র খোঁজে নাছোড় যৌবন
তখনও বেড়াজালে ফুটে আছে চন্দ্রমল্লিকার চারা
চৌকাঠ দিয়ে বয়ে যাচ্ছে নস্বর নদীপথ
বিভেদ বলতে আমি দুটি শরীরের মধ্যপন্থাকে বুঝি-
তুমি হেঁটেছিলে ঠিক ততটাই...
এখন সেতারে বাজে গোপন ঋতুযান
ঠোঁটে তার নিখুঁত গুহাচিত্র আঁকা-
সৌভাগ্য বয়ে আনে প্রবল নাব্যতা-
আরও কয়েকটি ছটফট করা দিনে
তোমার কথা মনে পড়ছিল বারবার
তখন ধানের জমি খুঁজে
কুড়িয়েছি বীজতলার পুরনো ইতিহাস।
তুমি আবার নতুন নাম দিয়েছিলে সেইদিন
প্রদীপের অন্ধকার কোণে একতারার ধ্বনি
আমি বাউল চিনেছি ক্রমে
অতৃপ্ত পাঁচিলের উপর পা ফেলেছে দেহতত্ত্বের খোঁজ...
চোখে পড়েছে দুই পাড়ে বেয়ে যাওয়া গর্ভস্থ চাহিদা-
বেছে নাও নতুন কোনো দিন
শহরের নব্য ফুটপাথে বেজে উঠুক সহজিয়া সুর।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে।আজকে আপনারা এত সুন্দর একটি কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাষাগুলো অসাধারণ ছিল।
সুন্দর মন্তব্য করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি সব সময় আমাদের মাঝে চমৎকার কবিতা শেয়ার করেন। আজও আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি লাইনগুলো যেন মনের সম্পূর্ণ অনুভূতি দিয়ে লেখা। কবিতার প্রতিটি ভাষাও সুন্দর করে তুলে ধরেছেন। আপনার লেখা এত সুন্দর একটি কবিতা পড়ে ভালো লাগলো।
আমার কবিতা আপনার ভালো লাগে শুনে খুব আনন্দ পেলাম। সুন্দর করে একটি মন্তব্য করলেন বলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
https://x.com/KausikChak1234/status/1883009943789502890?t=Wqz01WIyQ9hnstZHnpavKg&s=19
Daily tasks-
আমার কাছে মূলত ছোট কবিতা গুলি বেশি ভালো লাগে আবৃত্তি করতে অথবা শুনতেও। কেননা ছোট কবিতা গুলির মধ্যে ভাবের বিস্তার টা সুন্দরভাবে উপলব্ধি করা যায়। যাই হোক আপনিও আজকের কবিতাটি চমৎকার লিখেছেন ভাই। একেবারে মুগ্ধ হয়ে গেছি প্রতিটি লাইন পড়ে। আপনার এই কবিতাটি চেষ্টা করবো পরবর্তী কোনো হ্যাংআউটে আবৃত্তি করার জন্য। কেননা আপনার কবিতার মধ্যে আমার জীবনের সাথে জড়িয়ে থাকা স্মৃতির অনুভূতি পেলাম। ধন্যবাদ ভাই দুর্দান্ত লিখেছেন।
আমার কবিতাটি পর পর খুব সুন্দর করে নিজের অনুভূতি কমেন্টের মাধ্যমে ব্যাখ্যা করলেন ভাই। এমন সুন্দর গুছিয়ে একটি মন্তব্য করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার কবিতা কোন একটি হ্যাংআউটে আপনি পাঠ করবেন শুনে আনন্দ পেলাম। অপেক্ষায় রইলাম ভাই।
দাদা অসাধারণ কবিতা লিখেছেন। কবিতার কথাগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আমার।আর প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত লাইন ছিল। অনেক ধন্যবাদ দাদা চমৎকার একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকলেন বলে।
চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা।কবিতার প্রতিটি লাইন এত সুন্দর ছিল যা পড়ে হৃদয় ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ দাদা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমার কবিতাটি পড়ে প্রশংসাসূচক একটি মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ আপু।
বাহ্ দাদা অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন।"সহজিয়ার কথা" অত্যন্ত হৃদয়গ্রাহী একটি বিষয়। সহজিয়া সুর বা সহজিয়া ভাবনা আমাদের জীবনের জটিলতা থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানায়।যেখানে অনুভূতিগুলো অতি সরল আর স্বাভাবিকভাবে প্রকাশ পায়। এখানে কোনো কৃত্রিমতা নেই, শুধু খাঁটি, নির্মল এক ভাবনা। এই কবিতাটি যেন আমাদের মনে করিয়ে দেয়, আসল সুখ এবং শান্তি কোথাও খুব দূরে নয়, বরং আমাদের সাধারণ জীবনে, প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত গুলিতে নিহিত।
সহজিয়া অনুভূতি থেকে আপনি দারুন কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করলেন আপু। আপনি একেবারে ঠিক কথা বলেছেন। কখনো কখনো যেন দামাল মনটা ছুটি নিতে চায়। আর সেই থেকেই আমার এই ধরনের কবিতার জন্ম। আপনি সুন্দর মন্তব্য করলেন বলে ভালো লাগলো।
আপনার লেখা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো কারণ কবিতা পড়তে আমি খুবই পছন্দ করি আর আমার ভালো লাগে। তাই আপনার কবিতাটি পড়ে আমার ভালো লেগেছে।
আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগলো।