কবিতার পাতায় আজকের কবিতা - রাত অথবা মাপের একক
আজ কবিতার পাতায় - রাত অথবা মাপের একক
কবিতা কখনো কখনো নির্জনতার কথা বলে। আর সম্পর্কের গভীরে গেলে যে তলদেশ স্পর্শ করা যায়, তার কথা একমাত্র লিপিবদ্ধ করা যায় সেই কবিতার পংক্তিতে৷ আজ আপনাদের সামনে যে কবিতাটি নিয়ে এলাম সেটি কিছুদিন আগে লেখা। কিন্তু হঠাৎ ইচ্ছে হল আপনাদের পড়াই। আসলে এই কবিতার মধ্যে কিছু না বলা কথার মিশে আছে। ভালোবাসার কেন্দ্রবিন্দুতে গিয়ে নিজের অপারগতাকে স্পর্শ করলে নিঃস্ব হয় অন্তর। আসলে যে ভালোবাসায় অসম্পূর্ণতা থাকে, তার রূপ যেন আরও সুন্দর। এ কথা আমার নয়৷ প্রতি যুগে প্রথিতযশা কবিরা এই অপারপগতাকে লিখে গেছেন নিজেদের কলমে৷ আমি চেষ্টা করলাম সম্পর্কের সেই না পাওয়াটুকু সযত্নে তুলে রাখতে এই কবিতায়। বাকিটা আপনাদের পছন্দ অপছন্দের উপর নির্ভর করছে।
কবিতার পাঠক বড় সীমিত। সকলে সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিচরণ করলেও, কবিতার বিষয়ে একটা ছ্যুৎমার্গ অনেকের মধ্যেই আছে। কিন্তু কবিতা সাহিত্যের এমন একটি ক্ষেত্র যেখানে পাঠক অনাবিল আনন্দে নিজের মত বিচরণ করতে পারে। এই অনায়াস যাতায়াতে কবিতার মত মাধ্যম আর কোথাও হয় না। আসুন এবার কবিতা পড়ি। কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে পাশে থাকার চেষ্টা করবেন।
💐 কবিতা 💐
রাত অথবা মাপের একক
কৌশিক চক্রবর্ত্তী
আয়
শুধু তোর জন্য একটা কবিতা লিখি
সব গতিশীলতার মুখে আজ উপগ্রহ খুঁজি
আমার কবিতার খাতাটা হয়ত রঙিন
কিন্তু তার মধ্যে সবকটি কবিতাই সংখ্যাগরিষ্ঠ জানিস-
আজ যে কবিতাটা তোর জন্য লিখছি
সেখানে ভালোবাসার কথা লিখব না বোকার মত
কিন্তু দু একটা পাতা ওল্টালেই অসংযম-
আমি যত মাথা নীচু করছি, ততই যতিচিহ্নেরা সাবালক হয়ে উঠছে-
হয়ত আমি একাই পংক্তি ছুঁতে লজ্জা পাই...
এই কবিতায় বোতাম নেই একটাও-
অথচ বুকের রোমকূপে পরিণত চমস্কি থিওরেম...
ভাষা বুঝতে অসুবিধা হবার কথা নয়
আমার কবিতাই তোকে শিখিয়ে গেছে পর্যাপ্ত নগ্নতা?
এই কবিতার কথা প্রথম তোকেই বললাম...
আর নাছোড়বান্দা প্রশ্নের উত্তরে অপব্যবহার করলাম দেশলাই কাঠি
কী ভাবছিস?
আমি সবার অজান্তে হত্যার কবিতা লিখছি?
এবার একদৃষ্টে বারুদের দিকে চেয়ে দেখ
এই প্রথম
একটিও দাবী নেই ঘেমে যাওয়া পিঠের-
এবার প্রকাশ্যে পাঠ করব এই কবিতাটি-
সামনের সারিতে বোস...
এই প্রথম
আমি একটা গোটা রাতকে মাপের এককে প্রকাশ করলাম...
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1891734775729189295?t=NalH98wGPWPvuC8YYy0oog&s=19
Daily tasks-
বাহ,অসাধারণ লেখনী দাদা।না বলা ভাষা হয়তো একমাত্র কবিতার মাধ্যমেই প্রকাশ করা যায়।এই কবিতার গভীরতা খুবই,দেশলাই কাঠির সুন্দর উদাহরণ টেনেছেন।ধন্যবাদ আপনাকে।
কবিতা পড়তেই আমার মন ভালো হয়ে যায়। আপনার কবিতার কথাগুলো খুবি দারুণ এবং মনমুগ্ধকর।কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম মনে করি। কবিতার মাধ্যমে নিজের ভাব প্রকাশ ভালোভাবে করা যায়।আপনার কবিতার প্রশংসা না করে পারলাম নাহ।