নদীকে কেন্দ্র করে ফটোগ্রাফি পোস্ট। নদীর সাথে বিভিন্ন মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 months ago

নদীকে কেন্দ্র করে ফটোগ্রাফি পোস্ট

☘️☘️☘️☘️☘️☘️☘️


Onulipi_11_18_10_18_19.jpg

🙏🙏সকলকে স্বাগত জানাই🙏🙏

আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ফটোগ্রাফি পোস্ট। প্রতিদিন গঙ্গা পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হয় বলে আমার গঙ্গাকে রোজ রোজ নতুন ভাবে আবিষ্কার করার সুযোগ মিলে যায়। নদী আমার বরাবরের প্রিয় একটি সাবজেক্ট। তাই নদীকে নিয়ে আমি যেমন কবিতা লিখি ঠিক তেমনভাবেই ছবির মাধ্যমে বন্দী করে রাখি। আজ ফটোগ্রাফি পোস্টে ইচ্ছে হলো আপনাদের জন্য সেই নদীরই কিছু মুহূর্ত তুলে আনতে। এখানে আমি আমার ক্যামেরায় তোলা কয়েকটি গঙ্গার ছবি শেয়ার করেছি। একে একে সেই ছবিগুলি নিয়ে আসবো আপনাদের সামনে। এরপর আপনাদের ভালো লাগলে নিশ্চয় মন্তব্যের মাধ্যমে আমায় জানাবেন।

☘️ প্রথম ছবি ☘️

💐গোধূলি লগ্নে💐


লোকেশন - কোন্নগর, হুগলি

IMG_20241118_161945_248.jpg

এখন যে ছবিটি দেখছেন সেটি একটি মাছ ধরা নৌকাকে কেন্দ্র করে তোলা। ছবিটি তোলার মুহূর্ত গোধূলিকাল। অর্থাৎ সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিম দিকে। আমি মাঝগঙ্গায় স্টিমারে করে ফিরছি। হঠাৎ দেখলাম মাঝিরা ব্যস্ত মাছ ধরায়। সেই মুহূর্তে ছবিটি ক্যামেরাবন্দি করলাম স্টিমার থেকেই। তারপর দেখলাম সুন্দর সে ছবিটি অন্যতম সেরা একটি ছবিতে পরিণত হয়েছে। এই ছবিটিতে মেন সাবজেক্ট হলো নৌকা। আর নৌকার ছায়াটির বিপরীত থেকে ছবিটি তুলেছি বলে দেখতে আরো সুন্দর হয়েছে।


☘️ দ্বিতীয় ছবি ☘️

💐নৌকাজন্ম💐


লোকেশন - কোন্নগর, হুগলি

IMG_20241118_161527_924.jpg

মাঝ গঙ্গা থেকে ক্যামেরাবন্দি করা একটি সূর্যাস্তের ছবি। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তবুও আমরা নতুন নতুন করে আবিষ্কার করি আমাদের সৌরজগতের এই প্রধান নক্ষত্রকে। আজ ফিরবার সময় স্টিমারের বারান্দায় দাঁড়িয়ে সূর্যের পশ্চিম দিকে ঢলে পড়ার এই সৌন্দর্য প্রত্যক্ষ করছিলাম। সঙ্গে সঙ্গে ক্যামেরায় গ্রহণ করলাম মুহূর্তটিকে।


☘️ তৃতীয় ছবি ☘️

💐নদীপথে💐


লোকেশন - কোন্নগর, হুগলি

IMG_20241118_161839_213.jpg

সেই গোধূলির সময়েই তোলা আরেকটি ছবি। এই ছবিটিতে নৌকাকে প্রথম সাবজেক্ট বানানো হয়নি। এখানে সূর্যাস্তকে কেন্দ্র করে বাকি নেচারের ফটোগ্রাফিটি নিতে চেষ্টা করেছি। দূর থেকে দেখা যাচ্ছে একটি মাছ ধরার নৌকা আপন খেয়ালে মাছ ধরছে গঙ্গার মাঝখানে। আর আমি পেরিয়ে যাচ্ছি সেই মুহূর্তটিকে। কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যের শোভাটি ক্যামেরাবন্দি না করে পারলাম না।


☘️ চতুর্থ ছবি ☘️

💐অপেক্ষা💐


লোকেশন - কোন্নগর, হুগলি

IMG_20240917_152514_201.jpg

কিছুদিন আগে গঙ্গার ধারে তোলা এই ছবিটি আমার অন্যতম প্রিয় একটি ছবি। তখন মাছ ধরবার আগে সারিবদ্ধভাবে নৌকাগুলি দাঁড়িয়েছিল গঙ্গার ধারে। আমি ক্যামেরার অ্যাঙ্গেলে এমন সুন্দর একটি ভিউ পেয়ে যাই। তখন ছবি তোলার লোভ সামলাতে পারিনি। মাছ ধরার আগে ও পরে জেলে নৌকা গুলি এইভাবে দাঁড়িয়ে থাকে সারিবদ্ধ ভাবে। পাশ থেকে দেখলে এক অনুপম সুন্দর দৃশ্য আপনার মনকে দোলা দেবেই।


☘️ পঞ্চম ছবি ☘️

💐রং তুলি ক্যানভাস💐


লোকেশন - কোন্নগর, হুগলি

IMG_20240710_162958_690.jpg

এই ছবিটি আমার খুব প্রিয় একটি ছবি। এখানে গঙ্গার ছবি থাকলেও এর প্রধান সাবজেক্ট হলো আকাশটি। আকাশের মলিন রং যেন ক্যানভাস এর মত মিলেমিশে গেছে রং তুলির ছোঁয়ায়। ছবিটি কিছুদিন আগে ক্যামেরাবন্দি করেছিলাম গঙ্গার পাড়ে বসে। আজ ইচ্ছে হলো আমার এই সিরিজ অ্যালবামে এই ছবিটি আপনাদেরকে দেখাতে। এই ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে এক অদ্ভুত মাদকতার সৃষ্টি হয়। মসৃণ এই আকাশ যেন উড়িয়ে নিয়ে যায় কোন সে অচেনা দেশের প্রান্তরে।


Onulipi_08_07_01_37_53-removebg-preview.png

চিত্রগ্রহণ
ইনফিনিক্স হট ৩০
ক্যামেরা স্পেশিফিকেশন
৫০ মেগাপিক্সেল
স্ট্যাটাস
আনএডিটেড
চিত্রগ্রাহক
কৌশিক চক্রবর্ত্তী
লোকেশন
হুগলী, পশ্চিমবঙ্গ
কভার ছবি এডিটিং সৌজন্য
অণুলিপি

🙏 ধন্যবাদ 🙏


(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)



1720541518267-removebg-preview.png

Onulipi_07_27_10_21_22.jpg


Yellow Modern Cryptocurrency Instagram Post_20240905_213048_0000.png

new.gif

1720541518267-removebg-preview.png


--লেখক পরিচিতি--

IMG_20240303_181107_644.jpg

কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।

Drawing_11.png

44902cc6212c4d5b.png

First_Memecoin_On_Steemit_Platform.png

hjh.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আজকের কাজগুলো করলাম -

Screenshot_20241118-222449.jpgScreenshot_20241118-174045.jpgScreenshot_20241118-173728.jpg
 3 months ago 

আজকে ভিন্ন ধরনের ফটোগ্রাফি মূলক পোস্ট করেছেন দাদা। এমন পোস্টগুলো আমার কাছে ভালো লাগে। নদীমাতৃক চিত্রগুলো যেন বারবার দেশের প্রতি ভালো লাগাও ভালোবাসার সৃষ্টি করে। নদীর বুকে ভেসে থাকা নৌকা আমি খুবই পছন্দ করে থাকি। এদিকে আকাশের সূর্যয় চিত্র। সব মিলে যেন অনেক সুন্দর অনুভূতি খুঁজে পেলাম এখানে।

 3 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকলেন বলে।

 3 months ago 

আমাদের দেশগুলো নদীমাতৃক দেশ। বিশেষ করে নদীর সাথে আমাদের আত্মার সম্পর্ক বেশি। আমরা প্রায় সময় চেষ্টা করি নদীর পারে ঘুরতে যেতে। তাছাড়া বিভিন্ন কারণে আমাদেরকে নদীতে এপার ওপার যেতে হয়। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন নদীর দৃশ্যের। বিভিন্ন পর্যায়ের প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে।

 3 months ago 

একদম ঠিক বলেছেন আপু। নদীর সঙ্গে যেন বাংলার মানুষের আলাদাই এক সম্পর্ক।। আর সেই নদী আমাকে আকর্ষণ করে খুব। সুন্দর মন্তব্য করলেন বলে অনেক ধন্যবাদ।

 3 months ago 

নদীর সৌন্দর্য দেখে সত্যিই অনেক ভালো লাগে। আর নদীর সৌন্দর্য উপভোগ করতেও ভালো লাগে। আপনি এত চমৎকার ভাবে ফটোগ্রাফি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো।

 3 months ago 

অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর করে মন্তব্যের মাধ্যমে পাশে থাকবার জন্য।

 3 months ago 

রবিবারে আড্ডায় আপনার মুখ থেকে শুনেছিলাম আপনি নদীর ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। কারণ একটি নদীর ফটোগ্রাফি নানাভাবে শুট করা যায়। আপনার ফটোগ্রাফি গুলা দেখে অনেক ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের শেয়ার করার জন্য।

 3 months ago 

অনেক ধন্যবাদ ভাই। নদীর ফটোগ্রাফি আমার সব সময় ভালো লাগে। আপনার মন্তব্য আমায় অনুপ্রাণিত করলো

 3 months ago 

শুকরিয়া ভাই আপনাকে অনুপ্রাণিত করতে পেরেছি জেনে ভালো লাগলো।

 3 months ago 

এই ছবিগুলোই আমায় দেখাবে বলেছিলে, আর আমি দেখতে চাইছিলাম না! এখানে এসে দেখো ঠিক দেখতে হল। খুব সুন্দর ছবি উঠেছি গঙ্গার। তোমার প্রানের নদী যাকে ছুঁয়ে রোজ চলে যাও গন্তব্যে। খুব ভালো হয়েছে ছবিগুলো। ভালো থেকো তোমার নদীর সাথে।

 3 months ago 

হ্যাঁ। এগুলোই দেখাব বলেছিলাম। বেশ সুন্দর উঠেছে না? তোর মন্তব্য ভালো লাগলো।

 3 months ago 

নদীকে কেন্দ্র করেই আমাদের বসবাস। নদীকে কেন্দ্র করেই শহর, জনপদ গড়ে উঠে। নদীর বুকে মাছ ধরার ফটোগ্রাফি টা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 3 months ago 

ঠিক বলেছেন ভাই। নদী হলো আমাদের সভ্যতার কেন্দ্রমুখ। মন্তব্য করে পাশে রইলেন বলে অনেক ধন্যবাদ।