আজ কবিতার পাতা - কবিতা - ক্ষমাহীন মুখোশ
আজ কবিতার পাতা - কবিতা - ক্ষমাহীন মুখোশ
আজ একটি সামাজিক কবিতা আপনাদেরকে উপহার দিলাম। এই কবিতাটি একটি সমাজ দর্পণ। কবিতার প্রত্যেকটি পংক্তি আসলে সামাজিক লড়াইয়ের কথা বলছে। কবিতা হলো নাগরিক দলিল। সেই দিক থেকে দেখতে গেলে কবিতার অন্তর্নিহিত অর্থ ও বোধ গভীর। আর তার ভেতরে ঢুকতে পারলেই আসল রসবোধকে স্পর্শ করা যায়। কবিতার সেই রসবোধটাই আসল। উপরের মোড়কে ঘিরে থাকা আবরণটুকু ভেদ করে কবিতার অন্তরে প্রবেশ করতে হয়। এখানে যে সামাজিক কবিতাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার প্রতিটি লাইনে এক অদম্য লড়াইয়ের কথা আছে। জীবনে চলার পথে সমস্ত লড়াই এবং যন্ত্রণার কথা কবিতার মাধ্যমে তুলে আনতে চেষ্টা করেছি। বাকিটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে।
☘️ কবিতা ☘️
ক্ষমাহীন মুখোশ
কৌশিক চক্রবর্ত্তী
এ কোন রহস্য ফাঁদে ডুবে যাচ্ছে আর্তনাদ-
মা, তোমার কোলের ছেলেটা
ডিঙিয়ে গেছে রাষ্ট্রের দেয়াল-
কারা যেন চোরাকারবারির দল
পকেট ছিঁড়েছে যত মারণাস্ত্র ঘুমে-
কবরের নিচে যবে
ছিঁড়েছিল খবরের কাগজের আত্মপ্রতিকৃতি...
ওরা ভোটদাতা
ওরা হাতে পেয়েছে অভিশপ্ত নগরীর দাগ-
চেনা পথে
ছুটে আসা বুলেটের দামে-
ওরা মিশিয়েছে স্বনির্ভর কঙ্কাল কিছু...
মা
তুমি ডেকেছ কখনো?
তবে তারা কিভাবে নবীন বুকে
বুনে নিল মূল্যবান চারাগাছ...
তুমি তো বলোনি আগে
গাছেদের রং হয় লাল...
দাগ বাড়ছে শহরের বুকে
রাত নামছে তখনও গভীর...
বুড়িগঙ্গার জলে
সেদিনও নজর ছিল
ডুবে থাকা পানকৌড়ির দিকে-
দাম বাড়ছে প্রাসাদের
মায়ের দামাল ছেলে
ছুটে যাচ্ছে মুখ্যদরজার দিকে-
ওরা চেয়ে দেখেনা তবু
ঠিক কত গভীর হল ক্ষতচিহ্নটুকু...
আর কত ঝুঁকে গেলে স্পষ্ট হয় প্লবতা...
জেগে ওঠো আবু সাঈদের দল
ধুসর খামে বন্দি রাখো তোমার সমাধির দাম-
কখনো তাকিয়ে দেখো
তোমার বাংলাদেশে পুড়ে গেছে সমস্ত ক্ষমাহীন মুখোশ।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1885185533334155468?t=0gUH9FK7atvdAGG-V5DQnA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily tasks-
চমৎকার লিখেছেন দাদা ৷ ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে ৷ কবিতার প্রত্যেকটা লাইন ভীষণ ভাবে মুগ্ধ করেছে আমায় ৷ এক কথায় অসাধারণ হয়েছে সম্পূর্ণ কবিতাটি ৷ অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য ৷