আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগে এটা আমার প্রথম পোস্ট। আজ এখানে আমি আমার পরিচিতি সকলের সাথে শেয়ার করার জন্য এসেছি। আমার বাংলা ব্লগে যুক্ত হতে পেরে আমি অত্যান্ত আনন্দিত।
আমার পরিচিতি:
আমার নাম খালিদ সাইফুল্লা (সবুজ) আমার ইউজার আইডি নাম
@kalidsyfulla. আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বাংলাদেশের মাগুরা জেলার শালিখা থানার অন্তর্গত শতখালী ইউনিয়নের শতখালী গ্রামে বসবাস করি। আমি লেখাপড়ার পাশাপাশি কর্মজীবী। ২০২৪ সালে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
আমার পরিবার
আমার পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। আমি বাবা-মা, ভাই, আমার স্ত্রী ও আমার একজন কন্যা সন্তান। আমার বাবা একজন কৃষক। আমার ছোট ভাই মালয়েশিয়ার থাকে। আমার মা গৃহিণী । আমি পড়াশোনার পাশাপাশি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করি।
আমার ইচ্ছা
আমার সর্বপ্রথম ইচ্ছা একজন ভালো মানুষ হওয়া। সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানো। পরিবারের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার প্রতিভার মাধ্যমে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার বাংলা ব্লগের একান্ত সহযোগিতা কামনা করি।
আমার কাজ
আমার প্রথম কাজ আমি যে দায়িত্ব নিয়েছি সেটা সঠিকভাবে আদায় করা, আমি মাঝে মাঝে মাঠে কৃষিকাজ করি। সেটা খুব সীমিত। দীর্ঘ ৬ মাস ধরে ইস্টিমিট প্ল্যাটফর্মে সামান্য পরিমাণে কাজ করছি। ইচ্ছা আছে ইস্টিমিট প্ল্যাটফর্মে সব সময় যুক্ত থেকে কাজ করা।
আমি ঘুরতে, গল্প , পছন্দ করি । সেই সাথে সামান্য পরিমাণে সৃষ্টিশীল কিছু কাজ করি। দীর্ঘদিন কাজ না করার কারণে অনেক কিছু ভুলে গেছি। ইস্টিমিট প্ল্যাটফর্মে যোগদান করার মাধ্যমে সেগুলো আবার ফিরিয়ে আনতে চাই।
আমি ইস্টিমিট সম্পর্কে জানতে পারি আমার বন্ধু হাসানুজ্জামান রিফাত এর কাছ থেকে। বন্ধুর ইউজার আইডি নাম
@shakilkhan . বন্ধু আমাকে২০২২ সালে বলেছিল। আমি ইস্টিমিটে জয়েন করি ২০২৪ সালের জুন মাসে। বাংলা ব্লগের ডিস্কটে জয়েন করেছিলাম বেশ কিছুদিন আগে।
https://x.com/KalidSyful53290/status/1878144730204442879?t=SPpRJQdiVdvw_5Es0nKS7g&s=19
আমার বাংলা ব্লগ কমিউনিটির মধ্যে আপনাকে অভিনন্দন। আপনার সাথে পরিচিত হতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। তবে, বর্তমান সময়ে নতুন সদস্য নিয়োগ বন্ধ রয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।
আশা রাখি নতুন সদস্য নিয়োগের সময় আমাকে সাপোর্ট করবেন।