স্বরচিত কবিতা | নীরব পথ চলা | ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ।
প্রিয় বাংলা ব্লগের সকল সদস্যকে আমার শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম/ আদাব। আশা করি সবাই ভালো আছেন,আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের কিছু অনুভূতি থাকে, যেগুলোর জন্য ভাষা খুঁজে পাওয়া কঠিন।কিছু মুহূর্ত থাকে, যেগুলো কখনো ঘটেনি—তবুও মনে হয় যেন হাজারবার ঘটে গেছে । এই লেখাটা তেমনই এক ইচ্ছার অনূভুতি; না, কোনো বাস্তব স্মৃতি না— বরং এমন এক স্বপ্ন, যেটা জেগে থেকেও দেখা যায়। জেগে থেকেও দেখা যায় এরকম রুপ একমাত্র কবিতাতেই ফুটিয়ে তোলা সম্ভব।কবিতা হলো হৃদয়ের ভাষা, মনের মধ্যে লুকানো অনুভূতির প্রতিচ্ছবি। এই ব্লগে আমি এমন কিছু কবিতা নিয়ে এসেছি, যেগুলো জীবনের নানা দিক, স্বপ্ন আর ভালোবাসার গল্প বলে। তাই আজকে আমি স্বরচিত একটি কবিতা নিয়ে এসেছি আপনাদের জন্য৷
তারিখ: ০৪ জুলাই,২০২৫ | বার: শুক্রবার | বাংলা মাস: ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
![]() |
---|
নীরব পথ চলা
এই সময়ে দাঁড়িয়ে কোথাও হারিয়ে যাওয়ার,
কাউকে নিঃশব্দে পাশে পাওয়ার,
আর নিজেকে একটু ধীরে আবিষ্কার করার খোঁজ...
কেউ যদি বুঝে নিতে পারে এই নিঃশব্দ ইচ্ছেগুলো—
তবে এই লেখাটা তাদের জন্যই।
শুধু পড়ে নয়, মনে পড়ে যাক এমন কিছু...
একদিন হারিয়ে যাবো তোমার সাথে,
নির্জন কোন দুপুরবেলা,
যেখানে শহরের কোলাহল নেই,
শুধু তুমি, আমি আর নীরবতা।
হাতে হাত, ধীরে ধীরে হেঁটে যাবো,
অজানা এক রাস্তায় অনেকদূর,
টঙে বসে ধোঁয়া ওঠা চায়ে
মিশে যাবে আমাদের সেদিনের সুর।
তোমার চোখে থাকবে মেঘের ছায়া,
আর ঠোঁটে একরাশ মৌনতা,
তোমার কপাল ছুঁয়ে যাওয়া চুল,
তাকে সরাতে মন চাইবে হঠাৎ।
কিন্তু থেমে যাবো...
কারণ সেই চুলেই তুমি মায়াবী,
একটা ঘোরে ভেসে থাকা সময়,
যেখানে তুমি শুধু তুমি।
হয়তো বলবো না কিছুই সেদিন,
শুধু থাকবো পাশে নির্ভরতায়,
একটুকরো চুপ থাকা ভালোবাসা,
জড়িয়ে যাবে চুপিচুপি হাওয়ায়।
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
কমেন্ট টাস্কঃ
https://x.com/Junaid_2208/status/1940970308623913001
https://x.com/Junaid_2208/status/1940972035158716708
https://x.com/Junaid_2208/status/1940971407934214483
খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ কবিতা পড়ে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন সুন্দরভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে এই কবিতা গুলোর মধ্যে লাইনের সামজ্ঞস্যতা খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷
আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া