নতুন বছরে বনভোজন হবে কক্সবাজার।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের অফিস থেকে ২০২৫ সালের বাৎসরিক বনভোজনে যাওয়ার প্রস্তুতি পরিকল্পনা সম্পর্কে ব্লগ শেয়ার করবো।
বন্ধুরা আপনারা সবাই জানেন যে প্রতিবছর আমাদের অফিস থেকে বনভোজনের আয়োজন করা হয়। প্রতিবছর বনভোজনের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের সাথে ব্লগ শেয়ার করে থাকি। এ বছরও তার ব্যতিক্রম নয়। তবে এবছর ২০২৪ সালের নভেম্বর মাস থেকেই বনভোজনের আলোচনা শুরু হয়ে গেছে। তারপর ডিসেম্বর থেকেই একের পর এক সেকশন বনভোজনের অনুষ্ঠানের আয়োজন করতে থাকে। প্রায় ৬০% মানুষের বনভোজন অনুষ্ঠান শেষ।
আমাদের ম্যানেজার স্যার আমাদের সবাইকে ডেকে বললেন যেহেতু আমরা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বনভোজনের অনুষ্ঠান করেছিলাম। সেজন্য আমরা ২০২৫ সালের জানুয়ারি মাসে বনভোজনের আয়োজন করবো। তো গত বছর আমাদের প্লান প্রোগ্রাম ছিল দূরে কোথাও বনভোজনের অনুষ্ঠান করবো। তবে মানুষ বেশি হওয়ার কারণে আমরা দূরে কোথাও যেতে পারি নাই। ঢাকা জেলার ভিতরে পদ্মারচর মৈয়ন ঘাটে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করেছিলাম। আমি সেখানে দুইবার গিয়েছিলাম। নদ নদী প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে।
এ বছর আমরা অনেক আগে থেকেই বলতেছি দূরে কোথাও আমাদের বনভোজনের অনুষ্ঠানের আয়োজন করবো। সে অনুযায়ী প্রথম দিকে আমরা পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় আমাদের বনভোজনের আয়োজন এর অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিলাম। তবে অনেকেই মায়ানমারের পরিস্থিতির কারণে বান্দরবান যেতে অনীহা প্রকাশ করলেন। তাছাড়া বর্তমানে পাহাড়ি এলাকার অবস্থা তেমন বেশি ভালো নয়। সেজন্য আমরা বান্দরবান যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করলাম।
তারপর অনেক চিন্তা ভাবনা করে সবার সম্মতিক্রমে আমরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাওয়ার প্লান করলাম। সে অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। প্রথমে আমরা কয়জন মানুষ কক্সবাজার যাবে সেই সংখ্যাটা নির্ধারণ করলাম। প্রথমে আমরা ভেবেছিলাম যদি ৪০ জন মেম্বার হয়, তাহলে আমরা নিজেরা বাস ভাড়া করে কক্সবাজারে যাবো। আর যদি ৪০ জনের কম হয় তাহলে আমরা কোন ট্যুর গ্রুপের সাথে কক্সবাজার যাবো।
কিন্তু দেখতে দেখতে আমাদের সদস্য সংখ্যা ৪৫ জন হয়ে গেলো। সেজন্য আমরা গত শুক্রবারে বাস ভাড়া করার জন্য সায়দাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম। আমরা প্রথমে সেন্টমার্টিন বাসে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। তবে ১৭ তারিখ শুক্রবার হওয়ার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেন্টমার্টিন বাস পায়নি। তারপর আমরা সিডিএম বাস ভাড়া করতে গেলাম। সিডিএম বাস মোটামুটি ভালো। তারা প্রতিদিন ঢাকা টু কক্সবাজার যাতায়াত করে থাকে। তবে সিডিএম বাসের সাথে আমাদের ভাড়া মিলে নাই। অবশেষে আমরা সোহাগ ট্রান্সপোর্টের বাস নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। সে অনুযায়ী ঢাকা টু কক্সবাজার রুটের সোহাগ ট্রান্সপোর্টের একটি বাস ভাড়া করলাম। সোহাগ ট্রান্সপোর্ট এর বাস কক্সবাজার আসা যাওয়ার জন্য ৫২ হাজার টাকা ভাড়া নিবে। আগামী বৃহস্পতিবারে রাত আটটার সময় আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ।
অলরেডি আমাদের হোটেল বুকিং করা হয়ে গেছে। কোন রেস্টুরেন্টে সকালের নাস্তা করবো, দুপুরে লাঞ্চ করবো, ডিনার করবো, কোথায় কোথায় ঘুরবো সবকিছু নির্ধারণ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি আমরা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে আমাদের ট্যুর সম্পূর্ণ করতে পারি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
@joniprins, [12/30/2024 7:05 PM]
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 7:05 PM]
Click Here For Join Heroism Discord Server
বনভোজন করবার জন্য কক্সবাজার দারুন সুন্দর একটি জায়গা। তাই আশা করি সকলে মিলে এই বনভোজনের ভীষণ আনন্দ করবেন এবং খাওয়া-দাওয়া করবেন। এত সুন্দর একটি সিবিচে বনভোজনে গেলে একটা আলাদা অনুভূতির জন্ম হয় একথা অস্বীকার করার জায়গা নেই। তার উপর সব যখন আগে থেকে বুকিং হয়ে গেছে তখন তো যাওয়া নিয়ে আর কোন টেনশনই নেই। এখন শুধু সকলের ভালো করে বনভোজনের এনজয় করে আসুন।
জী এখন শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ, আশা করি সবসময়ই সাথে থাকবেন।
Task Done
প্রথমে দোয়া করি ভাইয়া আপনাদের যাত্রা শুভ হোক। অনেক সুন্দর একটি প্রোগ্রাম করতে চলেছেন কক্সবাজারে। ৪৫ জন মানুষ বেশ অনেক। এদিকে আপনাদের হোটেল বুকিং করা হয়ে গেছে খাওয়া-দাওয়ার বিষয়গুলো ঘোরাঘুরি বিষয়গুলো নির্ধারিত হয়ে গেছে। বিস্তারিত জেনে খুবই ভালো লেগেছে আমার। শুধু কামনা করি ভালই ভালই ঘুরে আসুন আনন্দ করে।
জী মোটামুটি সব কিছু রেডি। এখন শুধু যাওয়ার অপেক্ষা। ধন্যবাদ।