যারা নিজের পরিবার ছেড়ে, আপনজন ছেড়ে কর্মস্থলে যাই তাদের অবস্থাটা আমি বুঝি। কারণ আমি আপনার মত আপনজন ছেড়ে মা বাবা ছেলে অনেক দূরে থাকি। প্রতিবার বাড়ি থেকে আসার সময় আমার মনের অবস্থাও ঠিক আপনার মতোই হয়। তারপরেও কিছু করার নেই বাস্তবতা মেনে নিতে হয়। তবে নিজের জেলায় শিফট হতে পারলে খুবই ভালো হয়। ধন্যবাদ।