You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫২৬ || শৈশবে রমজানের মজার কোন ঘটনা।

in আমার বাংলা ব্লগ21 days ago

আমার দাদা সবজি ব্যবসা করতো। গ্রামের বাজারে সবজি বিক্রিয় করার সময় আমিও দাদার সাথে বাজারে যেতাম। একদিন আমি রোজা রেখেই তিনটার দিকে বাজারে গিয়েছি, গিয়ে দেখি হরেক রকম ইফতারি সাজিয়ে বিক্রয় করছে। দাদাকে বললাম টাকা দেও ইফতারি কিনবো, দাদা বললো ইফতারির সময় হোক তখন কিনে দিবো। কিন্তুু আমি বললাম ইফতারির সময় হতে হতে সবাই নিয়ে শেষ হয়ে যাবে, পরে আর পাবো না। অবশেষে আমার জোরাজোরির কারনে দাদা টাকা দিলো। আমি ইফতারি কিনে এনে দাদার পিছনে রাখলাম আর একটু পর পর ইফতারির দিকে তাকায়। ইফতারির ঘ্রানে আমি আর দেরি সহ্য করতে পারলাম না। দাদা পাঁচটার সময় আসরের নামাজ পড়তে মসজিদে গেছে৷ আর আমি সেই সময় মুড়ি বাদে সব ইফতারি একাই পেটে চালান করে দিলাম,হা হা হা।😅😄

Sort:  
 21 days ago 

হা হা হা। খাবারের লোভ যে ভীষণ লোভ তা বোঝা যাচ্ছে। তাছাড়া রোজা রেখে আপনি তখন বুভুক্ষু মানুষ৷ তাই এমনটা হতেই পারে।