আমাদের আদরের টুকনু তথা গাবলু বাবু পুরোপুরি দাদা আপনার মত হয়েছে। কত কিউট, বিশাল বড় ইকো পার্কে ঘুরে অনেক মজা পেয়েছে। তার হাঁসি মুখ দেখেই সেটা বুঝা যায়। আর আমাদের টিন টিন বাবু ব্যস্ত খাওয়া-দাওয়ার খেলনা নিয়ে। পার্কে এসে ছোট ভাইয়ের দিকে কোন খেয়াল নেই,হা হা হা।