প্রথমে একটু হেসে নিলাম ভাই। মিশরের পিরামিডও চুরি করা যায়। আবার গ্রুর কি প্লান চাদঁকে চুরি করবে হা হা হা। ভাই সেই হলুদ হলুদ মানুষের মত প্রাণিগুলোকে যে মিনিয়ন বলে সেটাও আমি জানতাম না। তবে তাদেরকে দেখে অনেক হাসি পায়। আমিও আপনার মত টম এন্ড জেরি দেখি। আমার কাছে অনেক ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া মুভিটি দেখার চেষ্টা করবো।
মুভিটি দেখলে আরো মজা পাবেন ভাইয়া।আমার মত আরো মানুষ আছে দেখে ভাল লাগল।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।