দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে একটি খেলাধুলা বিষয়ক ব্লগ নিয়ে হাজির হয়েছি। যেহেতু চ্যাম্পিয়ন ট্রফির আসর চলছে, ক্রিকেট বিশ্বের নজর এখন সে দিকে। আমরাও চাই আপনাদের সাথে চ্যাম্পিয়ন ট্রফির কিছু আপডেট শেয়ার করি।
কয়েকদিন আগে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল নিশ্চিত করেছিল এশিয়ার দেশ ভারত। তারপর থেকেই ফাইনালে ভারতের পতিপক্ষ কে হবে সেটা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। অবশেষে গতকাল সেই জল্পনা কল্পনার অবসান হয়েছে। সাউথ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড দল তাদের ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল নিউজিল্যান্ড দল যে রান করেছে চ্যাম্পিয়ান ট্রফির সম্পূর্ণ আসরে এত রান কেউ করে নাই। সাউথ আফ্রিকাও চেষ্টা করেছে। তবে অল্পের জন্য তারা ফাইনালে যেতে পারে নাই।
গতকাল খেলাটি অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের গাদ্দফি স্টেডিয়ামে। নিউজিল্যান্ড দল প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। নিউজিল্যান্ডের পক্ষে ওপেনিং জুটিতে দেখা যায় উইল ইয়াং ও রচিন রবিন্দ্রকে। তারা শুরুটা ভালোই করেছে। উইল ইয়াং ২৩ বোলে ২১ রান করে ফিরে গেলেও রচিন রাবিন্দ্র টিকে যায়। তার সাথে জুটি বাঁধে কেন উইলিয়ামসন। দুই জনের জুটিতে রান ২০০+ হয়ে যায়। রচিন রবিন্দ্র ১০১ বোলে ১০৮ রান সংগ্রহ করে। যার মধ্যে মাত্র একটি ছয় ও ১৩ টি ফোর ছিল। অপর দিকে কেন উইলিয়ামসনও সেঞ্চুরি করে। সে ৯৪ বলে ১০২ রান করে। যার মধ্যে ২ টি ছয় ও ১০টি চার ছিল।
উইকেট কিপার টম লাথাম পাঁচ বলে চার রান করলেও ডারিল মিচেল ৩৭ বলে ৪৯ রান তুলে। গ্লেন ফিলিপস ছিল আরেকটু এগিয়ে, সে ২৭ বল মোকাবেলা করে ৪৯ রান সংগ্রহ করে। দুই জনেরই ১ রানের জন্য ফিফটি হাতছাড়া হয়। মাইকেল ব্রেসওয়েল ১২ বলে ১৬ রান সংগ্রহ করে। আর সব মিলিয়ে মোট রান সংগ্রহ হয় ৩৬২। ৫০ ওভার খেলতে গিয়ে তাদের ৬ টি উইকেটের পতন হয়।
দ্বিতীয় পর্বে দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩৬৩ রানের টার্গেট নিয়ে মাঠে নামে রায়ান রিকেলটন ও তেম্বা বাভুমা। রাযান ১২ বলে ১৭ রান করে ফিরে গেলেও বাভুমা ফিফটি করে। সে ক্যাপটেন হিসাবে ধরে খেলার চেষ্টা করছে। সে ৭১ বলে ৫৬ রান সংগ্রহ করে। তারপর আসে ভ্যানদের ডুসেন, সে ৬৬ বলে ৬৯ রান সংগ্রহ করে। যার মধ্যে ৪টি ফোর ও ২টি সিক্স ছিল। মারক্রাম ২৯ বলে ৩১ ও ক্লাসেন ৭ বলে তিন রান করে ফিরে গেলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
তবে দলের হাল টেনে ধরার চেষ্টা করে ডেভিড মিলার। সে মারকুটে হয়ে উঠে। তবে তাকে কেউ সঙ্গ দিতে দাড়াতে পারে নি। একের পর এক উইকেটের পতন হতে থাকে। ডেভিড মিলার ৬৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকলেও বাকি সবাই দুই চার রান করেই আউট হয়ে যায়। ৫০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ৩১২ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ফলাফল নিউজিল্যান্ড তাদের ফাইনাল ফাইনাল নিশ্চিত করে।
গতকাল দক্ষিণ আফ্রিকার বোলিং মোটেও ভালো হয়নি। রাবাদার মত বোলার ১০ ওভারে ৭০ রান দিয়েছে। উইকেট পেয়েছে দুটো। নিউজিল্যান্ডের পক্ষে ক্যাপটেন মিচেল স্যান্টানার ১০ ওভার বোলিং করে মাত্র ৪৩ রান খরচ করে ৩ টি উইকেট সংগ্রহ করে। যায় হোক এখন দেখা যাক ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে কতটা ভালো পার্ফমেন্স করতে পারে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার কালকের পুরো ম্যাচটি আমি দেখছি।তবে নিউজিল্যান্ড যে রান টার্গেট দিয়েছে এবং সাউথ আফ্রিকা যেভাবে রান পয়েন্ট এগিয়ে নিয়ে গেছে প্রথম প্রথম মনে হচ্ছিল খেলাটি হাড্ডাহাড্ডি হবে।তবে পরপর যখন তিনটি উইকেট পড়ে যায় তখনই খেলাটি নষ্ট হয়ে যায়। তবে ডেভিড মিলার অনেক চেষ্টা করছে,তার খেলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।