পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, দুঃখ-কষ্টও চিরস্থায়ী নয়।।
বাংলা ভাষার কমিউনিটি
Image Source-https://pixabay.com/photos/umbrella-transparent-woman-forest-4234837/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী এমনকি দুঃখ-কষ্টও চিরস্থায়ী নয়। সব সময় খারাপ যায় না, আবার সব সময় ভালো ও যায় না। জীবনে জোয়ার ভাটা থাকেই।
জীবনের প্রতিটি মুহূর্তই যেন একটি স্রোতের মতো, এটা আসে, প্রবাহিত হয় এবং হারিয়ে যায়। এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। সময়ের সাথে সাথে বদলে যায় প্রকৃতি, মানুষ, আবেগ, পরিস্থিতি এবং এমনকি আমাদের সুখ-দুঃখও। আমাদের জীবনের অনেক কঠিন সময়কে আমরা স্থায়ী বলে ধরে নিই, কিন্তু বাস্তবতা হলো, সেই কঠিন মুহূর্তগুলোও এক সময় পেছনে পড়ে যায়,স্মৃতি হয়ে ওঠে।
আমরা যখন দুঃখে ডুবে যাই বা সমস্যায় বিপর্যস্ত হই, তখন মনে হয় এই দুঃখ কখনই শেষ হবে না। কিন্তু সময়ই সেই বড় চিকিৎসক, যা ধীরে ধীরে সব যন্ত্রণা উপশম করে। হয়তো সমস্যার সমাধান হয়ে যায়, নয়তো আমরা মানিয়ে নিতে শিখে যাই। পৃথিবীর শুরু থেকে এভাবেই চলছে সবকিছু।
প্রতিটি সূর্যাস্তের পর যেমন নতুন সূর্যোদয় হয়, তেমনি প্রতিটি অন্ধকার রাত শেষে ভোর আসে। আমাদের দুঃখ-কষ্ট, হতাশা, কিংবা মানসিক চাপ চিরস্থায়ী নয়। এগুলো আমাদের জীবনের একটি অংশ, কিন্তু জীবন নয়। বরং এই কষ্টগুলো আমাদের জীবনকে পূর্ণতা দেয়, সহনশীলতা শেখায় , তৈরি করে নতুন উপলব্ধি।
আমরা যদি পেছনে ফিরে তাকাই, দেখতে পাবো জীবনের অনেক বড় সমস্যাকেই এক সময় কঠিন মনে হয়েছিল শেষ, কিন্তু আজ সেগুলো কিছুই নয়। হয়তো সে সময় আমরা শখ আহলাদ, ঘুম হারিয়েছিলাম, দুশ্চিন্তায় ভুগেছিলাম, কিন্তু এখন সেগুলো শুধুই একটি অভিজ্ঞতা।
ঠিক তেমনিভাবে, আমাদের বর্তমান সমস্যাগুলোও একদিন পেছনে পড়ে যাবে। আমরা হয়তো তখন হাসিমুখে বলবো তখন ভাবতাম সব শেষ, অথচ এখন বুঝি সব কিছু শুরু ছিল। গভীর ভাবে চিন্তা করলে বিষয় গুলো বুঝা যায়। আমাদের জীবনের আনন্দ ও সুখও চিরস্থায়ী নয়। এটাই জীবনের সত্য। তাই যখন আমরা ভালো সময় পার করি, সেটাকে উপভোগ করা উচিত, কৃতজ্ঞ হওয়া উচিত। আর যখন খারাপ সময় আসে, তখন মনে রাখা উচিত এই সময়ও চলে যাবে।
এই দৃষ্টিভঙ্গি আমাদের মনকে প্রশান্ত করে, ধৈর্য ধরতে শেখায়, আর সহনশীল করে তোলে। জীবন এমনই সময় কখনো থেমে থাকে না। সুখ-দুঃখ, হাসি-কান্না, উত্থান-পতন সবকিছুই চলে যায়, বদলে যায়। স্মৃতির পাতায় জমা হয়। পৃথিবীর প্রতিটি উপাদানই পরিবর্তনশীল। আমাদের দুঃখও সেই নিয়মের বাইরে নয়। তাই মন খারাপের সময় নিজেকে বলুন এই মুহূর্তটিও স্থায়ী নয়। জীবন চলমান, পরিবর্তন অবধারিত। তাই মনে মনে ভাবি, ধৈর্য ধরি, বিশ্বাস রাখি ভালো দিন আসবেই আসবে। হয়তো দুইদিন আগে অথবা পরে।
বর্তমানে খুবই কঠিন একটি সময় অতিক্রম করতেছি। সকাল ৯ টার সময় বাসা থেকে বের হলে রাত্রে নয়টা সাড়ে নয়টার সময় বাসায় ফিরছি। সারাদিন শরীরের উপর দিয়ে প্রচন্ড দখল যাচ্ছে। রাতের বেলা শুয়ে শুয়ে নিস্তব্ধ মুহূর্তে এই ব্লগটি লিখলাম। আশা করি যদি আপনারা মনোযোগ সহকারে পড়েন তাহলে ভালো লাগবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1921975109826298120?t=sKNcCsUBtpSpk7e8sXLnxw&s=19
https://x.com/RamimHa74448648/status/1921974683500450191?t=3elkA8-DuDK2_KYjfm6fLA&s=19
https://x.com/RamimHa74448648/status/1921974212350107832?t=0QyuhJm4DJN5buDyLHQ_Ng&s=19
এই লেখাটি নিছক একটি অনুভব নয়, বরং জীবনের এক চিরন্তন সত্যের প্রতিচ্ছবি। সময়ের পরিক্রমায় যেমন সুখ আসে, তেমনি দুঃখও আসে—কিন্তু কোনোটিই চিরস্থায়ী নয়। আপনার কথাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জীবনের প্রতিটি মুহূর্তই পরিবর্তনশীল এবং প্রতিটি সমস্যারই একসময় শেষ হয়। এই লেখাটি শুধুই উৎসাহ বা সান্ত্বনা নয়, বরং এটি আমাদের সহনশীলতা, কৃতজ্ঞতা ও আশাবাদের চর্চা করার আহ্বান। এমন গভীর জীবনবোধ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই কামনা করি।
খুবই সুন্দর ও যথার্থ মন্তব্য করেছেন। খুবই ভালো লাগলো। ধন্যবাদ।