আমার বোনের অপারেশন সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার বোনের অপারেশনের বিষয় নিয়ে একটি ব্লগ শেয়ার করবো।
বন্ধুরা গত পরশুদিন একটি ব্লগ শেয়ার করে আপনাদেরকে বলেছিলাম আমার ছোট বোনের থাইরয়েডের অপারেশনের তারিখ এবং হসপিটাল কনফার্ম হয়েছে। সেই ডেইট ছিল আজকে শনিবার। গতকাল রাত থেকেই আমরা সবাই প্রস্তুতি নেওয়া শুরু করলাম। কারণ আমাদের বাসা থেকে হসপিটাল টা মোটামুটি অনেক দূরে অবস্থিত।
সেহরি খেয়ে ঘুমানোর পরে সকাল আটটার সময় আমার ছোট বোন আমাকে ডেকে দিলো। ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেলাম। আমার সাথে সাথে আম্মু, আমার বোন এবং তার হাজব্যান্ড সবাই ধীরে ধীরে রেডি হয়ে গেল। আমাদের বাসা থেকে বের হতে হতে ৯:৩০ মিনিট বেজে গিয়েছিল।
বাসার সামনে থেকেই অটো নিয়ে সোজা সাইনবোর্ড চলে গেলাম। সেখান থেকে লাব্বাইক বাসে উঠলাম, রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় অনেক জ্যাম ছিল। এখন যেন সকাল সন্ধ্যা রাত ২৪ ঘন্টা ঢাকা শহরে জ্যাম থাকে। এর আগে কখনো এতো যান জট দেখি নাই। আমরা ৯ঃ৪৫ মিনিটে লাব্বাইক বাসে চড়ে মগবাজার ইস্কাটন রোডে সাড়ে ১১ টার সময় গিয়ে পৌঁছালাম।
আমরা যে হসপিটালে গিয়েছি সে হসপিটালের নাম হল তাকওয়া স্পেশালাইজড হসপিটাল। এই হসপিটাল টি ঢাকার মগবাজার ইস্কাটন রোডে অবস্থিত। হসপিটালের ভিতরে যাওয়ার পরে একটি ফরম পূরণ করার মাধ্যমে আমরা সেই হসপিটালে কেবিন পেলাম। ভর্তি হওয়ার সাথে সাথে ডাক্তার নার্সরা ব্লাড নিয়ে ECG এবং কিডনি টেস্ট করিয়ে নিল। সেই সাথে প্রেশার এবং ডায়াবেটিস চেক করে নিলাম।
সবকিছু রেডি করে আমরা অপেক্ষা করতে লাগলাম। যিনি সার্জারি করাবেন তিনির নাম হলো অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ ফকির। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মডেল হাসপাতালে সপ্তাহে দুই দিন সময় দিয়ে থাকেন। দুপুর একটা পাঁচ মিনিটে ডাক্তার চলে আসলো। ডাক্তার এসেই ওটির পেসেন্ট কে দেখে পাঠালেন। নার্স এসে পোশাক পরিয়ে আমার বোনকে নিয়ে গেলেন। আমার বোনকে ওটি রুমে নিয়ে যাওয়ার পরে আমরা সবাই বাহিরে অপেক্ষা করতে লাগলাম। আজকে অপারেশনের দিনে আমার বোনের সাথে হসপিটালে আমি গিয়েছিলাম, আমার ছোট ভাই উত্তরা থেকে এসেছে, আমার ছোট মামা টঙ্গী থেকে এসেছে, আমার চাচাতো বোন বাসাবো থেকে গিয়েছে, আমার এক ভাগিনা সেগুনবাগি দগবচা সাথে থেকে এসেছে। না না আমরা অনেক আত্মীয়-স্বজন একসাথে হসপিটালে ছিলাম।
দুপুর দুইটা দশ মিনিটে অটি রুম থেকে ডাক্তার এসে বলল অপারেশন সফল হয়েছে আলহামদুলিল্লাহ। থাইরয়েডের যে অংশটুকু গলা থেকে কেটে বের করা হয়েছে সেটা আমি আর আমার বোনের হাজব্যান্ড ধানমন্ডি আনোয়ারা মেডিকেল সার্ভিসেস হসপিটাল পরীক্ষা করার জন্য দিয়ে আসলাম। এখন আমার বোন মোটামুটি সুস্থ আছে, অপারেশন করার কিছুক্ষণ পরে গিয়ে জ্ঞান ফিরেছিল। তো বন্ধুরা আপনারা সবার কাছে আমার বোনের সুস্থতার জন্য দোয়া কামনা করি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ১৫-০৩-২০২৫ |
সময় | দুপুর ২.১০ মিনিট |
স্থান | ইস্কাটন রোড, মগবাজার , ঢাকা। |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
আপনার বোনের অপারেশন সফল হয়েছে জেনে সত্যি অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া যেকোনো অপারেশন এর সময় আপনজন পাশে থাকলে অনেক ভালো লাগে। আপনারা সবাই ছিলেন নিশ্চয় আপনার বোন অনেক খুশি হয়েছে। যাইহোক আপনার বোন সুস্হ আছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
জী সার্জারি সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। সুস্থতার জন্য দোয়া চাই।