টার্গেট ডিসেম্বর সিজন-৫ পাওয়ার আপ ১২১.৯ স্টিম।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে কিছু স্টিম পাওয়ার আপ করলাম। এখন কিন্তু স্টিম পাওয়ার আপ করার সুবর্ণ সুযোগ। এই সুযোগ সবসময় আসবে না। এখন স্টিমের দাম তুলনামূলক কিছুটা কম। তাই এখন যদি পাওয়ার আপ না করা যায়, তাহলে পরে আফসোস করতে হবে। অনেক দিন ধরে জমিয়ে ১২১ স্টিম পাওয়ার আপ করলাম।
আজকে ১২১.৯ স্টিম পাওয়ার আপ করে আমি টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ অংশ গ্রহন করলাম।
আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে স্টিম আছে ১২১.৯ আর স্টিম পাওয়ার আছে ৮৫৪৪. এখন আমি আরো কিছু স্টিম পাওয়ার আপ করতে যাচ্ছি।
এখানে পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি তিন নাম্বার Power Up আপশনে ক্লিক করলাম।
এই পর্যায়ে আমি এমাউন্টের ঘরে ১২১.৯ স্টিম বসিয়ে দিলাম। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করলাম। তারপর আবার সব কিছু চেক করে Ok তে ক্লিক করলাম।
এখন দেখতে পাচ্ছেন আমার পাওয়ার আপ সম্পূর্ণ হয়েছে। আমার স্টিম পাওয়ার বেড়ে ৮৬৬৬ হয়েছে।
পূর্বের এসপি- ৮৫৪৪
পাওয়ার আপ- ১২১.৯
বর্তমান এসপি- ৮৬৬৬
আমার ইচ্ছে আছে সিজন-৫ এর মধ্যে ডাবল ডলফিন যেন অর্জন করতে পারি। একটি প্রবাদ আছে, "বিন্দু বিন্দু জল থেকে সমুদ্রের সৃষ্টি" ঠিক তেমনি আমাদের অল্প অল্প পাওয়ার দিয়েই এক সময় বড় ধরনের এমাউন্ট হয়ে যায়। যা ভবিষ্যতের জন্য অনেক বড় শক্তি হবে। তাই তাই যার যার সামর্থ অনুযায়ী পাওয়ার আপ করা জরুরী।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1940030253394796866?t=DHAtErRR8gLcTfcNfWXobQ&s=19
https://x.com/pussmemecoin/status/1939833057055473667?t=TCu5gGlKVRhOVugzTwX4LA&s=19
স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। আপনার ১২১ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
১২১ স্টিম পাওয়ার আপ করছেন,লিখছেন ২১২ স্টিম।এটা ঠিক করে নিয়েন ভাই।
আপনি ১২১.৯ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৮,৬৬৬+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। এতে করে আপনার কাঙ্খিত লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেলেন। আশা করি এই সিজনে আপনার কাঙ্খিত লক্ষ্য ডাবল ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।