আপনারা তো দেখছি তাহলে অনেক মহাবিপদে পড়ে গিয়েছেন। আপনার এই গল্পটা পড়ে আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল যখন আমি খুবই ছোট ছিলাম তখন দেখতাম আমাদের বাসায় তেলাপোকা ছিল তবে আপনাদের মত এরকম ৫০ থেকে ১০০ টা একসঙ্গে দেখা যেত না। হঠাৎ করে কিভাবে যেন তেলাপোকা বাসা থেকে চলে গিয়েছিল সঠিক বলতে পারব না, মনেও নেই। আমিও তেলাপোকা দেখে ভয় পাই তবে আপনি তেলাপোকা দেখে ভয় পান না এটা জেনে রীতিমতো অবাক হলাম। আপাতত কোন সলিউশন দিতে পারলাম না, দুঃখিত। পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।