যদিও এই অংকন আপনি কিছুদিন আগে করেছিলেন তবে আমি এটা বিশ্বাস করি আসলেই এই অংকন করতে গেলে প্রথম বারে কখনোই সম্ভব নয়। আর এ ধরনের অংকন করতে গেলে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক তারপরও আপনি দারুন ভাবে এটা অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। Zentangle এই আর্ট আপনি চমৎকারভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।