You are viewing a single comment's thread from:
RE: ||হাতে কাটা ঝামেলা ছাড়া মেশিনের সাহায্যে সেমাই পিঠা তৈরির পদ্ধতি||
১৯৮০ সালে কেনা কাসারের তৈরি বেশ মজবুত একটা এই সেমাই কাটা মেশিন ছিল আমার কাছে। তবে সেটা হস্তান্তর হয়ে আত্মীয়র বাসায় চলে গেছে। দীর্ঘ ১০-১৫ বছর আমি সংরক্ষণ করে রেখেছিলাম। অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে মেশিন দিয়ে সেমাই কেটেছেন দেখে। চানাচুর তৈরি করবেন দেখবেন আরো ভালো লাগবে।
জ্বি আপু একদিন চানাচুর ও তৈরি করে দেখবো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যে করার জন্য।