আসলে সময় তার নিজ গতিতে সবসময় চলতে রয়েছে। শুধু পিছিয়ে থাকে অলস মানুষের। তাই সময়ের সাথে তাল মিলিয়ে নিজের সৌভাগ্য বয়ে আনতে অবশ্যই মূল্যায়ন করতে হবে সময়কে। জীবনে এমন স্মৃতি থাকে যেগুলো ধরে রেখে কষ্ট পাওয়া বোকামী। খারাপ সময়টা মনে রাখতে হবে আর সামনের দিকে এগিয়ে চলতে হবে।