You are viewing a single comment's thread from:

RE: ইন্টারনেটের খোঁজে!!

in আমার বাংলা ব্লগlast year (edited)

আপনি যদি এভাবে ইন্টারনেট খুঁজে বের করেন ভাইয়া, ইন্টারনেট তো আপনার ভয়ে পালিয়ে যাবে। বাড়িতে শুধু আই পি এস নয় সৌর লাইন যুক্ত করে নিন। তাহলে একপ্রকার টেনশন মুক্ত থাকবেন। আমাদের কারেন্ট ছিল না কিন্তু সৌর লাইনে মোবাইল চার্জ করতে পেরেছি। আর ওয়াইফাই লাইনটা অফ ছিল, তিনটার সময় আমাদের এখানে ওয়াইফাই লাইন এসেছে কিন্তু কারেন্ট এসেছে রাতে। সৌর লাইনের সাথে ওয়াইফাই সংযুক্ত রয়েছে তাই কারেন্টের উপর নির্ভর করতে হয় না ওয়াইফাই লাইন নিয়ে। কারেন্ট যখন তখন ডিস্টার্ব করে তাই এই ব্যবস্থা বাড়িতে করে নিয়েছে আমাদের সুমন ভাইয়া। এখন কারেন্ট নেই কিন্তু ওয়াইফাই চলছে। যাইহোক আপনি বেশ ভোগান্তির শিকার হয়েছেন বুঝলাম। দীর্ঘ পথ অতিক্রম করেছেন কারেন্ট ও ইন্টারনেট সংযোগের আশায়। আশা করব, আর এমন ভোগান্তির শিকার হবেন না কখনো।