একদম ভাইয়া ঠিক বলেছেন। ছোটবেলায় আমরাও ঠিক এমনই আশা করতাম যে আমাদের যখন ভুট্টা অথবা নতুন ধান কাটা হতো। আশায় থাকতাম আব্বু হয়তো এগুলো কিছু বিক্রয় করে আমাদের জন্য নতুন জামা কাপড় এনে দিবে। তবে তারা যে কঠোর পরিশ্রম করে এগুলা উৎপাদন করে সে বিষয়ে তেমন একটা বুঝতাম না। এখন প্রচন্ড রোদ গরমে যে অবস্থা,এতেই বুঝতে পারছি কতই না কষ্ট করতেন ওনারা।