গাছ থেকে ডাব সংরক্ষণ ও বাবুর ডাব খাওয়ার মুহূর্ত ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের গাছ থেকে ডাব বিক্রয়ের মুহূর্তে ধারণ করা ভিডিওগ্রাফি। আশা করব ভিডিও দুইটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20250112_105019.jpg

IMG_20240410_092238.jpg

Photography device: Huawei P30 Pro-40mp



ভিডিওগ্রাফি


আমাদের ডাব গাছের বেশ কম বেশি ডাব থাকে। তাই সুযোগ পেলেই গাছি ভাইদের কাছে ডাব বিক্রয় করার পাশাপাশি খাওয়ার সুযোগ মিলে। ঠিক যেমন আজকেও সকালে বিক্রয় হয়েছে। আজকের গুলো পরে দেখাবো। এটা বেশ অনেকদিন আগের ধারণ করা ভিডিও। ডাব পাড়ার জন্য দুইজন ব্যক্তি আসলেন দাম ঠিক করলেন এরপর গাছের নিকটে গেলেন। ততক্ষণে আমার ছেলেটাও তাদের সাথে সাথে উপস্থিত। বাবুকে গাছতলা থেকে সরিয়ে রাখতে আমিও দৌড়ে গেলাম। বাবুকে বুঝ দিয়ে হাতে একটি কাপ ধরিয়ে, তার দাদার পাশে চেয়ারে বসিয়ে রাখলাম। বাবু দূরে বসে থাকলো সেই সুযোগে আমিও ভিডিও ধারণ করতে শুরু করলাম। ঘরের কর্নার থেকে ভিডিও ধারণ করতে একটু অসুবিধা হচ্ছিল। ততক্ষণে দেখলাম কম বয়সী ছেলেটা একদম হেঁটে যাওয়ার মত গাছে উঠে চলে গেলেন। আমি নিচ থেকেই বললাম অত ভাব নিয়ে গাছে উইঠেন না, বিপদ হতে পারে। এরপর একটু পূর্ব সাইডে চেপে গেলাম। সেখানে আমাদের বেশ কয়েকটা মাধবীলতা ফুলের গাছ রয়েছে। মাধবীলতা গাছের ফুল ফটো ধারণ করতে করতে আরো সুন্দর ভিডিও ধারণ করতে থাকলাম। এতক্ষণে ছেলেটা গাছের মধ্যে চলে গেল।

IMG_20240410_092319.jpg

Photography device:Huawei P30 Pro-40mp


আমি মাধবীলতা ফুল গাছ ছাড়াও একটু দূর থেকে ভিডিও ধারণ করছি। এদিকে আমার পাড়ার এক ননদ হাঁসের বাচ্চা চরাই করছিল সেখানে। তার সাথে গল্প করছি আর জুম করে ভিডিও ধারণ করছি। তখন আমাদের সেই ননদ বলল গাছ থেকে দড়ি কেটে ডাব পড়ে যাওয়ার গল্প। দেখি গল্প শুনতে শুনতে আরেকদিকে সত্যি সত্যি আমার ভিডিও ধারণ করা মুহূর্তে গাছ থেকে ডাব পড়ে গেল। ছেলেটা দড়ি ঠিকই বেঁধেছিল কিন্তু দড়ি বাধা ভুল ছিল। দড়ি খুলে সম্পূর্ণ ডাব গাছ থেকে পড়ে গেল। আমি তো ভেবেছিলাম মনে হয় ডাবগুলো সব নষ্ট হয়ে যাবে। তবে ডাবগুলো শক্ত মালা হয়ে গেছিল, যার জন্য একটা ডাবও নষ্ট হয়েছিল না। এরপর আশেপাশের গাছ থেকে আরো ডাব সংরক্ষণ করতে থাকলেন। ততক্ষণে নিচে থাকা বয়স্ক ডাব ব্যবসিককে বললাম তার হাতের দা দিতে। তিনি বললেন আমি নিজেই কেটে দিচ্ছি একটা।


Video source

Videography device: Huawei P30 Pro-40mp


এদিকে আমার বাবু ডাব খাওয়ার জন্য এগিয়ে আসতে থাকলো। ছোট মানুষ আর কতক্ষণ তাকে ভুলিয়ে-ভালিয়ে রাখা যায়। ততক্ষণে দূরের গাছটাতে ডাব পাড়তে চলে গেছে ছেলেটা। এই সুযোগে আমিও ভিডিও ধারণ করার পাশাপাশি বাবুর ডাব খাওয়ানোর চেষ্টা করলাম। সুন্দর একটি আনন্দের মুহূর্ত ছিল আমাদের জন্য। আমি ভিডিও ধারণ করার মুহূর্তে ভালোভাবে বুঝতে পারিনি তার ডাবের পানি খাওয়া, ছেলে কিছুতেই কাপ হাতে নিল না। এই মুহূর্তে তার আব্বু এসে উপস্থিত। তার আব্বু জানতে চাইলো সে কিভাবে ডাব থেকে পানি খাচ্ছিল। আমি তাকে বললাম ছেলে কিছুতেই কাপে পানি ঢেলে খেতে চাইল না। সে ডাব ধরে পানি খাবে। ছেলের আব্বু আবার জানতে চাইলো সে কিভাবে ডাব থেকে পানি খেলো। তাই ছেলে বারবার ডাবটা হাতে নিয়ে দেখাতে থাকলো সে এভাবে ডাব থেকে পানি খেয়েছে। অনেক ভালোলাগা আর আনন্দের মুহূর্ত ছিল ভিডিও ধারণের সময়টা। যখনই ডাব ক্রেতা মানুষেরা আসে তখনই ডাব ডাবের জল খাওয়ার পাশাপাশি একটু আনন্দ খুঁজে পাই আমরা। আজকে সকালে ডাব বিক্রয়ের মুহূর্তে মনে পড়ল আগের দিনের কথা। তাই ভিডিও গুলো শেয়ার করলাম। আজকের ফটোগুলো আগামী একদিন শেয়ার করব ইনশাল্লাহ।

IMG_20240410_090351.jpg

Photography device: Huawei P30 Pro-40mp


ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওফল সংরক্ষণ
স্থানগাংনী
লোকেশনLocation
মোবাইলHuawei P30 Pro-40mp
youtube চ্যানেল@Raj-pakhi
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি
দেশবাংলাদেশ


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 2 months ago 
 2 months ago 

আপনার বাড়িতে ডাব পাড়ার ভিডিও দেখে চমৎকার লাগছিল। আপনার ছেলেটা কত কিউট ভাবে ডাব ধরে খাচ্ছিল। মুহূর্তগুলো সত্যি চমৎকার। আমিও যখন বাড়িতে যাই এরকম ডাব পাড়া দেখে আজকে আপনার ভিডিও দেখে আমার বাড়ির কথা মনে পড়ল।

 2 months ago 

চেষ্টা করবেন ভিডিও ধারণ করতে।

 2 months ago 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250112_120621.jpg

Screenshot_20250112_200849.jpg

Screenshot_20250112_120715.jpg

 2 months ago 

আজকে দেখছি আপনি অসাধারণ একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি ডাব সংরক্ষণ করার এবং বাচ্চার ডাব খাওয়ার মুহূর্তগুলো বেশ সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন সব মিলিয়ে দারুন ছিল।

 2 months ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 months ago 

অনেক ভালো লাগলো আপনাদের গাছের ডাব পাড়ার ভিডিও দেখে। তবে এটা জেনে খুশি হবেন আমি আপনাদের ওই গাছের ডাব অনেক খেয়েছি। আপনার এই ভিডিও দেখা আর আপনার বাচ্চার ডাব খাওয়ার অনুভূতির মধ্য দিয়ে কিন্তু আমিও অতীতের অনেক স্মৃতি খুঁজে পেলাম।

 2 months ago 

অজানা কিছু জানতে পারলাম।

 2 months ago 

আপনার ধারণ করা ভিডিওগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। আপনাদের নারিকেল গাছ থেকে ডাব সংরক্ষণ করেছেন এবং বাবুকে ডাব খাওয়ানোর খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।