স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়।
আমার যে অন্তরে আঘাত
প্রিয়জনকে কিভাবে বোঝায়।
বেঁচে থাকার এক স্বাধীন অনুভূতি
আমায় স্বপ্ন দেখায়।
যন্ত্রণা নামক বেদনার অনুভূতি
কখন জানি জীবন প্রদীপ থামায়।
মনের উঠান জুড়ে।
বন্ধু তোমার মধুর স্মৃতি
বারবার মনে পড়ে।
সুখের আলাপন নিয়ে সারাক্ষণ
থাকতে পাশেপাশে
ভাবতে গেলেই সেই স্মৃতিগুলো
চক্ষু জলে ভাসে।
কষ্টের গ্লানি দূর হয়ে যায়।
ভাসিয়ে দেই মনের কষ্টগুলো
নীরবতার জোয়ারে অদৃশ্য ভেলায়।
হাতছানি দেয় অদৃশ্য সুখ অচিন মায়ায়
তাতে আমি ফিরে পাই মনের আনন্দ অনুভব।
দুঃখ কষ্ট ভুলে আপন পরকে বুকে তুলে নেই
খুঁজে পাই প্রকৃতির অনাবিল এক সুখ।
দুঃখের মাঝে হাসতে আমায় করোনা বারণ।
হাসিখুশি থাকতে আমি বড় ভালোবাসি
হাসতে হাসতে কখন যেন নয়নের জলে ভাসি।
হাসিতে আছে মনের সুখ দুঃখ ভোলার গান
দুঃখময় স্মৃতিগুলো জায়গায় পিছুটান।
তবুও আমি হাসতে চাই সকল ব্যথার মাঝে
নয়নের জল ফেলব না আর সকল কিবা সাজে।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
X--promotion
আপু আপনার সবগুলো অন্য কবিতায় আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম। তবে প্রথমটি আমাকে বেশি অভিভূত করেছে। মানসিক আঘাত সত্যিই ভয়ানক একটা মানুষকে শেষ করে দিতে পারে। বাকিগুলো বেশ সুন্দর লিখেছেন। সুর,তাল, ছন্দ সবকিছু স্পষ্টভাবে ফুটে উঠেছে।
আপু আপনার কবিতা গুলো বেশ ভালো লাগলো বেদনায় জড়িয়ে সব লিখেছেন। মাঝে মাঝে বিভিন্ন ধরনের কবিতা পড়তে খুবই ভালো লাগে। আজকে এত সুন্দর ভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার লেখা বিরহের এই ছোট ছোট কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বেশ দারুণ লিখেছেন। বিরহের কবিতার মধ্যে অন্যরকম ভালোলাগা খুঁজে পাই আমি। এগুলো নিজের প্রতিভা থেকে সৃষ্টি হয়। আশা করব আরো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসবেন।
আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা প্রত্যেকটা কবিতাই দারুন ছিল। শেষের দুইটা কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
আজকের কাজ সম্পন্ন
ছন্দ মিলিয়ে আপনি এত সুন্দর অনু কবিতা লিখেছেন দেখে খুব ভালো লেগেছে। আজকে অসাধারন অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর অনুভূতি গুলো নিয়ে কবিতাগুলো লিখেছেন দেখে বেশি ভালো লাগলো। আশা করি আপনার সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে সবসময় শেয়ার করবেন।
আজকে আপনি চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আসলে আমি নিজেও অনু কবিতা লিখতে পছন্দ করি। তবে অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। তবে কষ্ট লাগা অনু কবিতা গুলো পড়তে একটু অন্যরকম লাগে। যাইহোক সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।