শিম গাছ ও সরিষা ফুলের ভিডিও
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের পুকুরপাড়ের সবজি বাগানের মধ্যে ফুটে থাকা সরিষার ফুল ও শিম গাছে ফুটে থাকা শিমের ফুল ও শিমের ভিডিওগ্রাফি। আশা করবো আমার এই ভিডিওগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন সবাই মিলে উপভোগ করে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা আমাদের বাগানের ভিডিওগ্রাফি।
শিম ও সরিষা ফুলের ভিডিওগ্রাফি
আমাদের পুকুরপাড়ের বাগান গুলো সারা বছর বিভিন্ন শাকসবজি ও ফুল ফলে ভরা থাকে। শুধু যে শাক সবজির ফুল ফল হবে তা কিন্তু না। এখানে সব পরে বিভিন্ন ফসলের গাছ লাগানো হয় এবং ফসলের বীজ বপন করা হয়। এবার তো সব করে সরিষাব বোনা হয়েছিল শুধুমাত্র ফটো ধারণ করার জন্য। আর এমনই উদ্যোগ গ্রহণ করেছিল আমাদের পরিবারের সদস্যরা। আর তাদের সুন্দর চিন্তা ধারার মাধ্যমে সেজে উঠেছিল আমাদের সবজি বাগান গুলো। তাদের পাশাপাশি আমিও থেমেছিলাম না। খুব সুন্দর ভাবে সবজি বাগান থেকে ফটো ও ভিডিও ধারণ করেছিলাম। ঠিক তারই মধ্য থেকে আজকে একটি ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করার সুযোগ হলো। তাই ভিডিওটা দেখার মাধ্যমেই আপলোড করে ফেললাম।
শাক সবজির ফুলের মধ্যে অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য নিহিত থাকে। তবে এগুলো আমরা সেভাবে কখনো উপভোগ করার চেষ্টা করি না। তবে যারা কৃষি কাজে নিয়োজিত থাকে তাদের মুখে আমরা কম বেশি শাকসবজি ও ফসলের গুণের কথা শুনে থাকি। আমাদের তো সেভাবে কখনো সময় দেওয়া হয় না তার পরেও পরিবারের সদস্যদের সাথে যখন একটু সময় কাটানোর জন্য উপস্থিত হই তখন এর সৌন্দর্য আর ভালোলাগার অনুভূতিগুলো বুঝতে পারি। ভিডিওটা ধারণ করার মুহূর্ত শীতের সময়। আমরা জানি এই সময়টায় সরিষা হয় আবার এই সময়টাতে শিম হয়ে থাকে। আর এ দুইটা জিনিসই ছিল আমাদের বাগানের মধ্যে একই জায়গায় একই সাথে। এজন্য বাগানের সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে উঠেছিল। তাই ভিডিও ধারণ করতে আমার খুব ভালো লাগছিল। এই মুহূর্তে আরো বেশ কিছু জিনিস লক্ষ্য করেছিলাম, প্রজাপতি মৌমাছিসহ আরো অনেক কিছু ফুলের বুকে বস ছিল। অনেক কীট পতঙ্গ ফুলের বুকে উড়ে উড়ে আসছিল এবং উড়ে যাচ্ছিল। আর ঠিক এই মুহূর্তে সে সমস্ত কীটপতঙ্গ ধরে খাওয়ার জন্য বেশ কিছু পাখি উপস্থিত।
আর এই সমস্ত কিছুর উপস্থিতি যেন আরো ভালো লাগা সৃষ্টি করছিল। সরিষার গাছগুলোর পাশ দিয়ে শিমের বান। আবার শিম গাছের মধ্যে লাউয়ের গাছ ছিল এক কথা বলতে গেলে একই জায়গাতে অনেক কিছু। আর পুকুর পাড়ে এমনিতেই ভালো লাগার জন্য উপস্থিত হতাম সবজি তোলার জন্য উপস্থিত হতাম আবার সেই মুহূর্তে ফটো ধারণ করার সুযোগ পেতাম। আর ঠিক এমনই মুহূর্তের এই ভিডিওটা ছিল। তবে সরিষার ফুলের বুকে বেশ মৌমাছির আগমন দেখে অনেক ভালো লাগতো। তবে এই মুহূর্তে একটা বিষয় খারাপ লাগতো শীতের সময় মাছে খাবার খেতে আসে না। আর দিনের যে কোন মুহূর্তে ঠান্ডা থাকতো যার জন্য যাওয়া আসা কম হতো। আবার ঠান্ডার মুহূর্তে আরো ঝিরিঝিরি যখন বাতাস হত তখন পুকুর পাড়ে থাকাটাও কঠিন হয়ে যেত। তবে সবকিছুর মধ্য থেকে এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো ধারণ করতে খুব ভাল লাগতো। আরো ভালো লাগতো কোন এক সময় আপনাদের মাঝে শেয়ার করব বলে। ঠিক তেমনি আজকে একটা ভিডিও দেখাতে পেরে বেশ ভালো লাগলো।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | সরিষা ফুল ও শিম |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Infinix Hot 11s |
youtube চ্যানেল | @agricultureandfishery |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
সিম আর সরিষার ফুল এর ভিডিওগ্রাফিটি খুব সুন্দর হয়েছে।প্রকৃতির অপরূপ সৌন্দর্য চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।অনেক অনেক ধন্যবাদ আপু এই সুন্দর ভিডিও গ্রাফিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
চেষ্টা করেছি আপু।
শিম গাছ ও সরিষা ফুলের ভিডিও দেখে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে ভিডিও করেছেন দেখে ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ভালো লেগেছে যেন খুশি হলাম
শিম গাছ ও সরিষা ফুলের ভিডিও দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ভিডিও করেছেন। ভিডিওতে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে আমার শিমের গাছ।
আপনাকে ধন্যবাদ ভাই
আপনার শেয়ার করা শিম আর সরিষা ফুলের ভিডিওগ্রাফি টা খুবই চমৎকার হয়েছে।আপনি অনেক সুন্দর করে ভিডিও করেছেন দেখুন অনেক ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
এমন উৎসাহ দিলে আরো সুন্দর সুন্দর কিছু শেয়ার করতে পারব
আপনি অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছিলেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।