স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ3 days ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আমি গত সপ্তাহে আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলাম বিরহের ছোট ছোট কবিতা নিয়ে। আজকে উপস্থিত হয়েছি সব রকমের সুন্দর একটি ছোট্ট কবিতাগুচ্ছের পোস্ট নিয়ে। আশা করবো আমার কবিতাগুলো আপনাদের আবৃত্তি করে ভালো লাগবে।

Picsart_24-09-26_12-10-10-611.jpg

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

বর্ষাকালে বৃষ্টির দেখা নেই

আশ্বিনে হয় পানি।
এই সময় ঝড় হয়ে
ঘরের চাল ভাঙ্গে যানি।

বৃষ্টি হয় অল্প অল্প
অধিক পরিমাণ ঝড়।
গাছের ডালে ভেঙ্গে পড়ে
মাটির দেয়ালঘর।

এমনই ভাবে বলতেন দাদু
কতশত গল্প।
বর্ষাকালে বৃষ্টির দেখা নেই
যদিও হয় তা অল্প।


দুই নম্বর অনু কবিতা

তুমি খুঁজতে এসো না আর

কারণ স্বপ্ন তো ভেঙ্গে হয়ে গেছে চুরমার।

নেই আর পিছন ফিরে তাকানোর মন
সবটুকু ভালোবাসা আজ দিয়েছি বিসর্জন।

ভেঙে চুরমার হয়ে গেছে কাচের মতন
একের পর এক মনে আঘাত দিয়েছে যখন।

মুক্ত করেছি নিজেকে মায়া জাল থেকে
নতুন সাথী খুঁজে নিও অন্য কাউকে দেখে।


তিন নম্বর অনু কবিতা

মন চায় ছুটে যায়

চিরচেনা ঠিকানায়।

যে এখনো পথ চেয়ে
আমারই অপেক্ষায়।

অপেক্ষার প্রহর গুণে
এখনো আমায় ভুলে নাই।

যত্ন করে লিখে রেখেছেন
নামটা তার কলিজায়।


চার নম্বর অনু কবিতা

মনের ঘরের বাসিন্দা

যখন মনের ঘরে থাকে।

মন মাঝারের কারু শিল্পী
রঙিন ছবি আঁকে।

স্বপ্ন দেখে সারাটি ক্ষণ
গভীর অনুভবে।

ভালোবেসে সারা জীবন
আপন করে রবে।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


আজকে আমি আপনাদের মাঝে ছোট ছোট চারটা কবিতা শেয়ার করলাম। কবিতাগুলো যখন যেমন অনুভূতি মনের মধ্যে এসেছে তখন সেভাবেই লিখে রাখার চেষ্টা করেছি। যেখানে একভাবে প্রেমের কবিতা বা বিরহের কবিতা এমন কিছু লিখিনাই। সব রকমের লিখার চেষ্টা করেছি মনের অনুভূতিটা যখন যেভাবে ধরা দিয়েছে কবিতার লাইনে। যেখানে বৃষ্টির অনুভূতি প্রেমের অনুভূতি কষ্ট লাগা অনুভূতি সবকিছুই ব্যক্ত করার চেষ্টা করেছি। আর এভাবেই যেন ভাব আবেগ প্রকাশ করার সহজ হয়ে গেছে ছোট ছোট কবিতার মধ্য দিয়ে। আশা করব আমার কবিতাগুলো আপনারা মনোযোগ সহকারে আবৃত্তি করেছেন এবং ভালো লাগা খুজে পেয়েছেন।



2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

Sort:  
 3 days ago 

অনু কবিতা লিখতে এবং পড়তে খুবই ভালো লাগে। কেননা অল্প কয়েকটি লাইনের ভিতর মনের ভাব খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়।আর ছন্দের মিল থাকলে তো কোন কথাই নেই।আজকে আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা অনু কবিতার লাইন গুলো সাজিয়েছেন।

 3 days ago 

আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি চারটি খন্ডে বিভক্ত করে অনু কবিতাটি শেয়ার করেছেন। বৃষ্টি মুহূর্ত গাছের ডাল ভেঙে যদি মাটির ঘর ভেঙে যায় সত্যি তখন প্রত্যেকটা মানুষের বেশ মন খারাপ হয়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 days ago 

বাহ আপু আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন। আসলে অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। আর অনু কবিতার মাধ্যমে মনের ছোট ছোট অনুভূতিগুলো প্রকাশ করা যায়। আর ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 days ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ছোট কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সমস্ত কবিতার মধ্যে বৃষ্টি নিয়ে লেখা কবিতাটা অসাধারণ ছিল।

 2 days ago 

এটা অবশ্য ভালো করেছেন যখন যেই অনুভূতির কবিতাগুলো মনের মাঝে এসেছে তখনই লিখে রাখার চেষ্টা করেছেন। তা না হলে কবিতা লেখা বেশ কষ্টকর হয়ে যায়। যাই হোক আপনার আজকের অনু কবিতাগুলো খুবই চমৎকার হয়েছে। ছোট ছোট কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 days ago 

আপু আপনি তো বেশ সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার প্রতিটা অনু কবিতা খুব সুন্দর হয়েছে। প্রতিটা ছন্দ খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। অনু কবিতা পড়তে ও লিখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর চারটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।