স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
রাগ অভিমান থাকে জমা।
ভুল না করেও ভুলের মাশুল
নিজের গুনতে হয়।
ছোট্ট জীবনের গ্যারান্টি নাই
কখন কিভাবে জীবন চলে যায়।
তাইতো সব মন থেকে মেনে নিয়ে
দুঃখ করেছি জয়।
মন চায় ভালোবাসি সীমানাহীন।
ছুটে যাই তোমার বুকে
কিছুটা ক্ষণ থাকি সুখে।
ছোট্ট মনের ভালোবাসা নিয়ে
নতুন স্বপ্ন সাজাই।
ভালোবাসবে কি তুমি মনের মত করে
তোমার ভালোবাসা পেলে সকল দুঃখ গ্লানি মুছে যায়।
পাতার শব্দ শুনতে পায়।
কোন এক গাছের ডালে বসে
কোকিল গাইছে গান নির্জনতায়।
কোকিলের মধুর ধনী প্রাণে বাজে
চেয়ে দেখি চারিপাশ সেজেছে রঙিন সাজে।
গাছে গাছে নতুন পাতাদের আগমন
হৃদয় থেকে যেন বলে ওঠে স্বাগতম।
টিপটিপ বৃষ্টির ফোঁটা ঝরছে আজ অঝোরে।
এই বুঝি শুরু হল বৃষ্টি বাদলের দিন
কালকেও তো সূর্য ছিল দিন ছিল রঙিন।
কখন যেন পরিবর্তন হয় দেশের আবহাওয়া
অনুভবে প্রিয়জনকে একটু কাছে পাওয়া।
প্রকৃতি যেমন বৃষ্টিকে পেল অনেকদিন পরে
তুমিও বন্ধু থেকে যেও আমার মনের ঘরে।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মাঝেমধ্যে আপনার লেখা অনু কবিতা গুলো পড়া হয়। অনু কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। বেশ কিছুদিন পর আজকে আবার আপনার কবিতাগুলো পড়লাম। পড়ে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে অনু কবিতা গুলো লিখেছেন। তবে আপনার বাস্তববাদী কবিতাগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে।
আজ বৃষ্টির দিন আর এই দিন কেন্দ্র করে দারুন ভাবে বৃষ্টি নিয়ে কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার লেখা অনু কবিতা গুলো। খুব সুন্দরভাবে একটি লাইনের সাথে আরেকটি লাইন মিলিয়ে লিখেছেন। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার লেখা অনু কবিতাগুলি সবকটাই অনেক সুন্দর হয়েছে। তবে প্রথম কবিতাটি আমার মন ছুয়ে গেছে। কবিতাটি খুবই বাস্তবতার সাথে আপনি লিখেছেন। এমন সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আজকের কাজ সম্পন্ন
X--promotion
বেশ কয়েকটি অণুকবিতা লিখেছেন আপনি প্রত্যেকটাই পড়তে ভালো লাগছিল তবে প্রথমটা এবং দ্বিতীয় টা সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক রকম অনুভূতি ধরা দিয়েছে আপনার কবিতাগুলিতে।
খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি। বিশেষ করে শেষের দুইটা অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে কবিতাগুলো লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
ছন্দে ছন্দে চমৎকার কয়েকটি অণু কবিতা শেয়ার করবেন আপু। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতা গুলো আবৃতি করে বেশ ভালো লাগলো। আমার বাংলা ব্লগে প্রতিদিনই কেউ না কেউ সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকেন। প্রত্যেকের অনু কবিতা গুলো বেশ দারুন। ঠিক বলেছেন আপু, আমাদের জীবনের কোন গ্যারান্টি নেই। চমৎকার কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বেশ দারুন ভাবে কবিতা গুলো লিখেছেন।অনু কবিতাগুলো ছোট হলো ব্যাপক অর্থ বহন করে। অনু কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও ভালো লাগে। ধন্যবাদ আপু দারুন কিছু অনু কবিতাআমাদের মাঝে শেয়ার করার জন্য।