আচার খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখছি মজার চালতার আচারের রেসিপি করেছেন। তবে পাকা চালতার আচার রেসিপি করলে খেতেও বেশ মজা লাগে। আত্মীয় বাড়ি থেকে চালতা এনে মজার আচারের রেসিপি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে চালতার আচারের রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল খাওয়ার জন্য।