আজকে আপনি সুন্দর দুটি অনু কবিতা লিখেছেন। বাস্তবিক কথা নিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে যে শিশুগুলো রাস্তার পাশে বড় হয় তারা বড় হয়ে বিভিন্ন ধরনের অকারেন্সে জড়িত হয়। আসলে সুস্থ পরিবেশ এবং ভালো শিক্ষা পেলে সবাই ভালো হয়। হয়তোবা পরিস্থিতির কারণে অনেক কিছু হয়ে যায়। তবে আপনার অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো।