লাড্ডু খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকে আপনি খেজুরের শাহী আড্ডু রেসিপি করেছেন। আসলে খেজুরের রস দিয়ে কিছু বানালে খেতে এমনিতে বেশি মজা লাগে। আর শীতকালে খেজুরের রস দিয়ে কিছু বানালে খেতে অনেক বেশি মজা লাগে। সত্যি বলতে আপনার লাড্ডু রেসিপি দেখে আমার মুখে জল এসে গেল। খুব সুন্দর করে খেজুরের লাড্ডু রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।