You are viewing a single comment's thread from:
RE: ব্যাচেলার লাইফে বাসা খোঁজার অভিজ্ঞতা
নতুন মোবাইল কিনেছেন শুনে খুব ভালো লাগলো। তবে ব্যাচেলার লাইফে বাসা পাওয়া অনেক কষ্টকর। এই পরিস্থিতি আমারও কলেজ জীবনে ঘটেছিল। যদিও আপনারা ৬ জন বন্ধু মিলে সাইলেন একটি বাসা নেওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজির পর এক জায়গাতে বাসা মোটামুটি ফেলেন। যদিও বাসার মালিক আন্টি কে দুই হাজার টাকা অগ্রিম দিয়েছেন। তার ছেলে প্রাইমারি স্কুলে চাকরি করে তার মানাতে সে বাসাটি পেলেন না। তবে অনেক ভাষার মালিক ব্যাচেলার দের ভাড়া দিতে রাজি হয় না। এবং তাদেরকে ঝামেলা মনে করে। যাইহোক আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। আশা করি বাসা কোথাও না কোথাও মিলে যাবে।
আসলে ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছি ৬ জন বন্ধু মিলে বাসা নেওয়ার জন্য দেখা যাক অবশেষে কোন বাসা কপালে মেলে কিনা। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।