আপনি তো খুব চমৎকার একটি গল্প পোস্ট করেছেন। পিয়াস বড়লোকের সন্তান তবে তার মা-বাবা দুইজন তাকে অনেক আদর করে। এবং অদিতি মধ্য ফ্যামিলির মেয়ে। তাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেম এবং একজনের সাথে একজন ভালো সম্পর্ক। যদিও পিয়াস অসুস্থ হয়েছেন এবং ডাক্তারের তৎপরতা তার অপারেশন করার জন্য চেষ্টা করতেছে। একটা ছেলে বাইক এক্সিডেন্ট করে মারা গেল তার হৃৎপিণ্ড পিয়াস কে দিয়ে অপারেশন করানোর চেষ্টা করতেছে। তবে এখন পর্যন্ত আর কোন অঘটন দেখতে পাচ্ছি না। আশা করি দ্বিতীয় পর্বে কি হয় তার অপেক্ষা রইলাম।