আর্ট :- কালারফুল ম্যান্ডেলা আর্ট ।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর আর্ট করব। এরকম আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। এরকম আর্ট করতে আমার ধীরে ধীরে অনেকটাই সময় দিতে হয়। তাই আজকে একটি সুন্দর আর্ট করার চেষ্টা করলাম। এখন আমি প্রায় চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট করার জন্য। আজকে এই কালারফুল ফুলের আর্ট করতে বেশ ভালো লাগলো। আমি অনেক চেষ্টা করে এই আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• আঁকার খাতা
• রং কলম
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর মাতা কলম দিয়ে একটি গোল ফুলের ম্যান্ডেলা আর্ট করে নিলাম।
ধাপ - ২ :
এরপর ফুলগুলোর দুপাশে আরো কিছু পাতা ফুলের সুন্দর ম্যান্ডেলা আর্ট করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর সেই পাতা ফুলগুলোর মাঝখানে চিকন চিকন দাগ দিয়ে ফুলগুলোর ডিজাইন করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
এরপর মাঝখানে গোলাপী এবং লাল রং কলম দিয়ে কিছু ম্যান্ডেলা ফুল রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপর হালকা সবুজ এবং গাড়ল সবুজ-কলম দিয়ে আরও কয়েকটি ফুলের পাতা রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপর দু'পাশে আরো কয়েকটি রং কলম দিয়ে চারপাশের পাতাগুলোকে সুন্দর করে রং করে নিলাম।
ধাপ - ৭ :
এরপর কমলা এবং নীল রং কলম দিয়ে আরো কিছু পাতার রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে খুব সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট করে নিলাম। আশা করি আমার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
আজ আপনি একটা ভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
হ্যাঁ ভাইয়া আমি একটু ভিন্নরকম ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
https://x.com/Jamal7183151345/status/1860951005858533612?t=Wuu-YcYb7anEM6cn1cVaLg&s=19
কালারফুল আর্ট মানে চমৎকার কিছু। যেমন আপনার করা কালারফুল ম্যান্ডেলা আর্ট টির মধ্যে বহিঃপ্রকাশ ঘটেছে। ম্যান্ডেলা আর্ট টি তৈরি করার প্রসেস গুলি খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন। মনে হচ্ছে আমিও এখন এটি তৈরি করতে পারব। আমি চেষ্টা করব আপনার আর্টের প্রসেসগুলি অনুসরণ করে এরকম একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করার জন্য। যাই হোক চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করিয়েন ভাই চমৎকার আর্ট করতে পারবেন ম্যান্ডেলা। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
ওয়াও খুব সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট করছেন ভাইয়া।এইরকম বিভিন্ন রকমের ম্যান্ডেলা আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এগুলো আর্ট করতে প্রচুর সময় ও ধৈর্য লাগে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আসলে ভাইয়া যে কোন আর্ট সময় এবং ধৈর্য দিয়ে করতে হয়। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কালারফুল ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য শুনলে কাজ করতে ভালো লাগে।
আপনার হাতে আর্ট করা প্রতিটি ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো। অসাধারণ হয়েছে ম্যান্ডেলা আর্ট টি।
ধন্যবাদ আপনাকে আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে প্রশংসামূলক মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আজকে। নিখুঁতভাবে পুরো ডিজাইন টা অংকন করায় দেখতে খুব ভালো লাগছে। পুরোটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলবো। আপনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বলে এত সুন্দর আর্ট করতে পারছেন। এরকম আর্ট সবসময় দেখার জন্য অপেক্ষায় থাকলাম।
আমি চেষ্টা করেছি ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করতে। ভালো থাকবেন আপু।
আমি সব সময় সাদা-কালো ম্যান্ডেলা আর্ট করি। এভাবে কালারফুল ম্যান্ডেলা আর্ট কখনো করা হয়নি। আপনার আজকের কালারফুল আর্ট টা খুবই সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন গুলোর কারণে অনেক আকর্ষণ দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
আমি দুই ধরনের আর্ট করি। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
বেশ কালারফুল ম্যান্ডালা আর্ট শেয়ার করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে । সাদা কালো ম্যান্ডালা আর্টগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনই কালারফুল ম্যান্ডালা আর্টগুলো দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু সাদা কালো বা রঙ্গিন ম্যান্ডেলা আর্ট কমবেশি সবার কাছে ভালো লাগে। ভালো থাকবেন আপু।
কালারফুল একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ম্যান্ডেলা আর্ট সবসময়ই দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রং করার ফলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।
আমার কালারফুল ম্যান্ডেলা আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করেছেন শুনে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সব সময় ভাই।