জেনারেল রাইটিং :- কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে।

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

IMG_20250727_140027.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার পোস্ট হচ্ছে কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে। তবে কিছু মানুষ আছে স্বার্থের কারণে মানুষের সাথে বেইমানি করে। কারণ ওই লোকগুলো হচ্ছে স্বার্থের পাগল। কারণ স্বার্থ ফুরিয়ে গেলে তারা চোখ তুলে ফেলার চেষ্টা করে। যেমন ঠিক কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সেরকম হয়। আপনি যখন একটি বন্ধুকে বারবার হেল্প করবেন। এবং টাকা পয়সা দিয়ে হেল্প করলে সে আপনার টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করে না। বরণ আপনাকে দেখলে সে আপনার বদনামি করবে। কারণ ওই লোক কাকের মত। স্বার্থের কারণে আপনার সাথে সম্পর্ক রেখেছে।

আবার দেখা যায় কিছু মানুষ আছে একসাথে চাকরি করেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কারণ কিছু মানুষ আছে অফিসের তথ্য অন্য কোম্পানিকে দিয়ে দেয়। এই লোক নিজের স্বার্থের কারণে অফিসের তথ্য অন্যজনকে দিয়ে অফিসের ক্ষতি করেছে। এবং এখানে সে তথ্য চুরি করেছে। আর তথ্য চুরি করার কারণে অফিসের অনেক ক্ষতি হয়ে গেছে। অথচ এই লোকগুলো ওই অফিসে কাজ করে নিজের পরিবার এবং নিজের বরং পোষণ বহন করে। আর এই লোক নিজের স্বার্থের কারণে চোখ চেঞ্জ করে ফেলেছে। এই লোকগুলো কাকের মত চোখ উড়ানোর কাজ করে। আর এই লোকগুলো চিনতে ও একটু কষ্ট হয়। তবে সময়ের সাথে সাথে লোকগুলোকে চেনা যায়।

আবার কিছু মানুষ আছে ছাত্র জীবন থেকে চালাকি কাজ করে। কারণ যখন একসাথে লেখাপড়া করে তখন বন্ধুর থেকে হেল্প নেই লেখাপড়া করার জন্য। ওই সময় বন্ধুর থেকে হেল্প নিয়ে নিজে সাজেশন পর্যন্ত তৈরি করে। আর বন্ধুর হেল্প নিয়ে সাজেশন তৈরি করেছে। অথচ সুযোগ পেলে শিক্ষকের কাছে বন্ধুর বদনামি করে নিজে ভালো সাজার চেষ্টা করে। আর এইখানে নিজের স্বার্থটাই বেশি চিনলেন বন্ধুটি। এরকম কিছু স্কুল বন্ধু কলেজ বন্ধু লক্ষ্য করা যায়। আর স্বার্থের কারণে এই লোক গুলো নিজের স্বার্থটাই বেশি চিনে। আর যে মানুষগুলো নিজের স্বার্থ বেশি চিনে এই মানুষগুলো কাকের মতো চোখ উপড়ানোর কাজ করে। আর এসব মানুষগুলো আমাদের আশেপাশে দেখা যায়।

আবার কিছু মানুষও আছে যারা নিজের জন্য অল্পতে অন্যের বদনামি করে। যখন আপনি একজন আত্মীয় কে বাসায় রাখবেন এবং তার সম্পূর্ণ বহন করবেন। সে অনেক সুখে থাকবে আস্তে আস্তে সেই আপনার পরিবারে ঝামেলা করার চেষ্টা করবে। জামিলা বলতে সে আপনার অন্যান্য পরিবারের সদস্যদের কে বাজে কথা বলে আপনাকে কালারিং করবে। এবং তাদের কাছে আপনার বদনামি করবে আপনি মানুষ ভালো না। এভাবে বদনামি করে অন্য মানুষের কাছে সে প্রিয় মানুষ হিসেবে থাকবে। ওই আত্মীয় কে আপনি নিজের বাসায় জায়গা দিয়েছেন। অথচ সেই জায়গা দিয়েছে সেটি না ভেবে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এরকম আত্মীয়-স্বজন ও কমবেশি সব জায়গাতে দেখা যায়।

তবে ভালো কাজ করতে কোন মানা নেই। কারণ ভালো কাজ করে মানুষের উপকার করলে নিজের মনটা ভালো থাকে। তবে উপকার করতে গিয়ে এমন মানুষের উপকার করতে হবে যে উপকার স্বীকার করে। আর সাহায্য বা আস্তা এমন মানুষকে না দেওয়া হয় যে মানুষ নিজের স্বার্থের কারণে অন্যর ক্ষতি করে। আর যারা নিজের কথা বেশি চিন্তা করে এই লোকগুলোর ক্ষুধা থাকে সব সময় বেশি। কারণ নিজের স্বার্থের কারণে এই লোকগুলো অল্পতে চোখ ফেরায়। আর এই লোকগুলো কাকের মত নিজের স্বার্থটাই বেশি চিনে। যদিও অনেক মানুষ আছে অন্যের উপকার করতে বেশি পছন্দ করে। আর উপকার করতে হলে ভালো মানুষের উপকার করতে হবে। এবং খারাপ লোক থেকে দূরে থাকতে হবে। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Posted using SteemPro

Sort:  
 6 days ago 

আপনার লেখাটি সত্যিই বাস্তব জীবনের কড়া চিত্র তুলে ধরেছে। আমরা প্রায়ই এমন মানুষদের মুখোমুখি হই, যারা স্বার্থের জন্য বন্ধুত্ব, আত্মীয়তা বা সহকর্মিতার মুখোশ পরে থাকে। আপনার “কাকের চোখ উপড়ানো” উপমাটা খুব শক্তিশালী এবং বাস্তবতার সাথে মিলে যায়। এমন স্বার্থপর মানুষের জন্য দূরত্ব বজায় রাখা এবং সঠিক মানুষকে চেনার বুদ্ধিমত্তা অর্জন করা আমাদের সকলেরই উচিত।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 6 days ago 

Screenshot_2025-07-27-22-08-38-780_com.twitter.android.jpg

Screenshot_2025-07-27-22-06-53-897_com.twitter.android.jpg