গল্প :-বোবা মানুষদেরও শত্রু থাকে। প্রথম পর্ব
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বোবা মানুষের নাকি শত্রু নাই। আমাদের এই সমাজ এবং পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না। মূলত তারা নিজের মনের ভাব প্রকাশ করতে পারেনা মুখ দিয়ে। জন্মগত অনেক মানুষ আছে কথা বলতে পারে না। আর অনেকে বলে বোবা মানুষ যারা কথা বলতে পারে না তাদের শত্রু নাই। তবে আমাদের বাড়ির পাশে একটি বোবা মানুষ আছে। লোকটি তার বাবার একমাত্র সন্তান। আর কোন ছেলে সন্তান নেই তার বাবার। কিন্তু তার বাবার অনেক জায়গা সম্পত্তি আছে। বলতে গেলে তার বাবার অনেক টাকা পয়সা। টাকা পয়সা এত বেশি যা বলে বোঝানো যাবে না। যতদিন তার ভাবা জীবিত ছিল তার কোন শত্রু ছিল না।
সবাই ওই বোবা মানুষকে আদর করত। বোবা মানুষটির বাবা ছিল একজন আলেম মানুষ। এবং তার বাবার সব সময় তাকে অনেক আদর করতে। এবং বোবা মানুষটিকে অল্প বয়সে বিয়ে করিয়েছেন। শুধু তাদের ঘরে ছেলেমেয়ে হলে বংশের জন্য ভালো হবে। এবং বোবা মানুষদের বিয়ের সময় অনেক বড় করে অনুষ্ঠান করেছিল। এবং অনুষ্ঠানের সময় এলাকার মানুষদের দাওয়াত দিলেন। এবং বিয়ের কিছু মাস পরে বোবা মানুষটি বাবা মারা গেল । যখন বোবা মানুষটির বাবা মারা গেল তখন তার শত্রু গুলো একে একে দেখা যাচ্ছে। আর ওই শত্রুগুলো তার দূরের কেউ না। তার বাড়ির আপন চাচা ও অন্যান্য লোক। কারণ লোক কি বোবা আর শিক্ষা নেই। তার বাবা মারা যাওয়ার পর পরে সবাই তার জায়গা সম্পত্তি এবং কাটা আত্মসাৎ করার চেষ্টা করলেন।
বোবা মানুষটির চাচা গুলো বলতেছে জায়গা সম্পত্তি গুলো তাদের। এবং এই সম্পত্তি গুলো বোবা মানুষটি পাবে না। এই নিয়ে বোবা মানুষদের সাথে ঝগড়া করতে লাগলো। এমনকি বোবা মানুষটিকে কয়েকবার তারা মারধোর করল সম্পত্তির জন্য। আশেপাশে অনেক মানুষ আছে তারা বোবার পক্ষে কথা বলতে লাগলো। কিন্তু বোবা মানুষটির চাচা গুলো শুনতে রাজি না। এবং তার অনেকগুলো সম্পত্তি জোর করে দখল করেছেন। কারণ বোবা মানুষটির চাচা গুলো এবং চাচাতো ভাই অনেক ছিল। ওই সময় বোবা মানুষদের পাশে শুধু তার মা এবং ওয়াইফ ছিলেন। এদিকে তার সংসারও অশান্তি করতে লাগলো। কারণ তার ওয়াইফ ও শ্বশুর দের বলতেছে। তার ঘরে ছেলেমেয়ে হলে সেইগুলো বোবা হবে।
এই কথা শোনার পর বোবা মানুষের ঘরে স্ত্রীর সাথে ঝগড়া চলছে। এবং বোবা মানুষটির ওয়াইফ বলতেছে সে বাড়িতে থাকবে না। তাকে বিদায় করে দেওয়ার জন্য বলল। তার শ্বশুরবাড়ির লোকগুলো বলতেছে তাকে তালাক দেওয়ার জন্য। এই বাড়িতে তাদের মেয়ে রাখবে না। সত্যি বলতো ওই সময় বোবা মানুষকে একদম অসহায় হয়ে গেল। কারণ শশুরের লোক গুলো তখন তার সাথে ঝগড়া তাদের মেয়ে নিয়ে যাওয়ার জন্য। ওদিকে বোবা মানুষটির শশুর টির মধ্যে লোভ কাজ করলো। কারণ বোবা মানুষটিকে তার বাবা গরিবের মেয়ে বিয়ে করালেন। কারণ টাকা পয়সা বেশি হলে ওই মেয়েগুলো তার বোবা ছেলেকে দাম দেবে না। এই কারণে গরিবের মেয়ে বিয়ে করালেন। ওই সময় যখন তার ওয়াইফের বাবার মাথায় বুদ্ধি আসলো। তালাক দিলে তালাকের পয়সা পাবে। একদিকে মেয়েকে অন্য জায়গা বিয়ে দিতে পারবে।
আরেক দিকে তারা মোটামুটি ভালো কিছু টাকা পাবে। এবং বোবা মানুষটি তার কথা দিয়ে কাউকে বোঝাতেও পারছেনা। এবং মনের ভাব প্রকাশও করতে পারছে না। এইভাবে সবাই সম্পত্তির লোভে তার তার পিছনে লেগে গেল। একদিকে মানুষটি বোবা অন্যদিকে তার মা মানুষটিও সরল। এবং তার চাচা গুলো বাড়ির বাইরে অনেকগুলো সম্পত্তি তার দখল করল। এবং এলাকার কিছু পাপী মানুষ আছে তারা তার থেকে টাকা তাইতে লাগলো তার জায়গা সম্পত্তি গুলো দেবে বলে। এই অবস্থা বোবা মানুষটি একদম কিছুই করতে পারল না। এবং বোবা মানুষটির নাম হচ্ছে কাশেম। কাশেম ভাই এভাবে ভেঙে পড়লো। কারণ এতদিন তার বাবা ছিল ততদিন সব মানুষ তার আপন ছিল। এখন বাবা নেই সব মানুষ তার পর হয়ে গেল। এদিকে জায়গা সম্পত্তির লোভে তার চাচা গুলো তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতে লাগলো।(চলবে)
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1900174835902537890?t=yJ_0J2Fvxhq1sEkDL4YT-Q&s=19
এই পৃথিবীটা খুবই খারাপ জায়গা। এখানে মানুষ সুযোগ নিতে সব সময় ব্যক্তি ব্যস্ত। আপন পর ভালো-মন্দ কোন কিছু দেখাদেখি নেই যে যেখানেই সুযোগ পায় সেখানেই তার সদ্ব্যবহার করে বসে। কেউ কখনো ভাবেনা নিজেকে মৃত্যুবরণ করতে হবে। আসলে সৃষ্টিকর্তার ভয় না থাকলে মানুষ অমানুষ হয়ে যায়।
এই পৃথিবীটা এখন এমন হয়ে গেছে যে একজনকে টপকিয়ে সে বড় হতে চায়। কিন্তু এটা কখনোই হয়ে ওঠে না একজনের পিছে ফেলে কেউ কখনো বড় হতে পারে না। মানুষ এখন এমন হয়ে গেছে আপন পর কেউই কিছু দেখে না যাকে যা ইচ্ছা বলে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।
এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্বার্থ চিনে বেশি। এই কারণে তারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে। আর এই মানুষগুলো বোবা এবং অন্য কিছু সেটা চাই না। তবে আপনার পোষ্টের মধ্যে বোবা মানুষকে কাহিনী পড়ে খারাপ লাগলো। আর যখন দেখা যাই কারো আপন মানুষ নাই তখন ওই লোকদেরও ক্ষতি করার চেষ্টা করে। আবার দেখা যায় বেশিরভাগ আপন মানুষ গুলো জায়গা সম্পত্তির জন্য ক্ষতি করার চেষ্টা করে। তবে আপনার গল্পের প্রথম পর্বটি পড়ে অনেক কিছু উপলব্ধি করলাম।