জেনারেল রাইটিং :-সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় সুন্দর একটি টপিক পোস্ট শেয়ার করব। তবে আমার পোস্টটি পড়ে আপনাদের মোটামুটি ভালো লাগবে। এবং আমার টপিক হচ্ছে সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন। প্রতিটি মানুষ দেখা যায় জীবনের সফল হওয়ার জন্য চেষ্টা করে। তবে বেশিরভাগ মানুষ মনে করে সফল হতে পারলে জীবনে বড় সুখ। কারণ তারা সফলতাকে বেশি গুরুত্ব দেয়। আমি মনে করি সফলতার কথা চিন্তা না করে বরং মূল্য হওয়ার চেষ্টা করা দরকার। কারণ আপনি যখন একটি মানুষের কাছে মূল্যবান। ওই মানুষটির সব সময় আপনাকে মূল্যায়ন করার চেষ্টা করবে। আর যেই মানুষটি সফল ওই মানুষটি সবসময় নিজের সফলতার কথা চিন্তা করবে।
তবে প্রত্যেকটি মানুষ কোন না কোন কাজে সফল। আর সফলতা নিয়ে অনেক গর্ব করে। তবে এই মানুষগুলো নিজের সফলতার কথা সবসময় চিন্তা করে নিজের স্বার্থটা বেশি চিন্তা করে। আর যেই মানুষগুলো অন্যের কাছে মূল্যবান তারা মানুষের কথা ভাবে। হয়তোবা মূল্যবান লোকটি গরিব হতে পারে। তবে তার চিন্তাভাবনা থাকে সুন্দর। আর মূল্যবান লোককে সবাই শ্রদ্ধা করে। কারণ সফলতার চেয়ে মূল্যবান লোকের সম্মান থাকে বেশি। কারণ সফলতা নিয়ে নিজের কথা বেশি চিন্তা করে মানুষ। আর মূল্যবান হচ্ছে মানুষের কাছে তার ভালবাসা ও চাহিদা। যেই মানুষ মূল্যবান সেই মানুষের সম্মান বেশি থাকে। যদিও বর্তমান সময় মূল্যবান মানুষ খুব কমই দেখা যায়। কারণ বেশিরভাগ মানুষ নিজের চিন্তা করে বেশি।
আগেরকার মানুষগুলো মূল্যবান ছিল বেশি। তারা সব সময় অন্যের ভালো করার জন্য চিন্তা করত। আর ওদের চিন্তাভাবনা সব সময় সুন্দর থাকতো। কারণ মূল্যবান মানুষকে সবাই সম্মান করতে চেষ্টা করে। আর এদের আলাদা একটা সম্মান সব সময় দেওয়া হয়।। কারণ মূল্যবান লোকদের মধ্যে আলাদা একটা সম্মান থাকে। আর যে কোন ভালো-মন্দ কাজের মূল্যবান লোককে সবাই মূল্যায়ন করে। আর যে মানুষ সফল সে মানুষ শুধু নিজের সফলতার কথা চিন্তা করে। আসলে সফলতা বড় কথা নয়। মানুষের কাছে মূল্যবান হওয়ার চেয়ে বড় কথা। কারণ মূল্যবান হলে তাদের মন ও চিন্তা ভাবনা অনেক কিছু ভিন্ন থাকে। যদিও বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে তারা সফল। তারা নিজের সফলতার কথা ভাবে বেশি। সফল লোকগুলো মা-বাবার কথা চিন্তা করে না। শুধু নিজের সফলতার কথা চিন্তা করে।
আর মূল্যবান মানুষগুলো সবার কথা চিন্তা করে। তাদের চিন্তা ভাবনা উন্নত থাকে। এই মানুষগুলোকে সবাই সম্মানও করে। এবং এদের সম্মান ছোট বড় সবাই করে। তবে ছোটলোক মূল্যবান হওয়া যায়। তাদেরকে বড়লোক এবং বয়সে বড় হলেও তারা মূল্যায়ন করে। এরকম লোক গুলো সব জায়গাতে মূল্যবান থাকে। আর মূল্যবান লোকগুলোকে দেখলে তাদের কথাবার্তা থেকে বোঝা যায়। মূল্যবান লোকদের কথাগুলো হয় মধুর। তারা অল্প কথা বলে এবং কথাগুলো মূল্যবান থাকে। এবং যেকোনো কাজে তারা অল্পতে সমাধান দিতে পারে। এ মূল্যবান লোকগুলো হচ্ছে সমাজ ও পরিবারের জন্য বড় কিছু। মূল্যবান লোক চেষ্টা করলে পরিবার এবং সমাজের জন্য অনেক কিছু করতে পারে।
আর সফল লোকগুলো শুধু নিজের সফলতার কথা চিন্তা করে। কারণ তারা সব সময় নিজের জ্ঞানের কথা বেশি চিন্তা করে। তবে অনেক মানুষ দেখা যায় লেখাপড়া করে সফল হয়। আবার অনেক মানুষ দেখা যায় ব্যবসা-বাণিজ্য করে সফল হয়। সফলতা তাদের জীবনী একটা অংশ হয়ে থাকে। এই লোকগুলো কখনো মূল্যবান হওয়ার চেষ্টা করেনা। কারণ মূল্যবান হতে হলে তাদের মধ্যে মূল্যবান এর গুণ থাকতে হয়। যে মানুষগুলো মূল্যবান হওয়ার চেষ্টা করে। তারা কোন না কোন কাজে মূল্যবান হয়ে যায়। এবং মূল্যবান লোকদেরকে সবাই সম্মান করে। আর মূল্যবান লোকের সম্মান এবং ভালোবাসা থাকো বেশি। এবং এই লোকগুলো মানুষকে কথা দিয়ে আকৃষ্ট করতে পারে। এদের মুখের ভাষা হয় মধুর মত। এ লোকগুলো নিজের কথা থেকে অন্যের কথা বেশি গুরুত্ব দেয়। এবং তাদের এক কথা অনেক কিছু সমাধান করতে পারে। এই লোকগুলোই হচ্ছে মূল্যবান। তাই মনে করি আমি সফলতার চেয়ে মূল্যবান হওয়া জীবনে বেশি দরকার। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের মোটামুটি ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1903432373687177589?t=VZpqPvNntFYCq-Hgd4qtGw&s=19
https://x.com/Jamal7183151345/status/1903432996759413064?t=LUX0rqNV99pJpJJu94ySwQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1903433485362381283?t=9Ww4zO1JrkBF5CP_kBXAdQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1903434428489297955?t=nLw3fQ0bl8wfAGrA2JjnnQ&s=19
একদম সত্য কথা! সফলতার চেয়ে মানুষের কাছে মূল্যবান হওয়াই বেশি গুরুত্বপূর্ণ। কারণ সফলতা ক্ষণস্থায়ী, কিন্তু মূল্যবান মানুষদের প্রতি সম্মান ও ভালোবাসা চিরস্থায়ী। দারুণ একটি পোস্ট, অনেক শিক্ষণীয়! লিখতে থাকুন, আমরা অপেক্ষায় থাকবো আরো ভালো ভালো পোস্ট এর জন্য।