জেনারেল রাইটিং:- মা হলো স্নেহের ভান্ডার যা কখনও নিঃশেষ হয় না।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর এবং শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে মা হলো স্নেহের ভান্ডার যা কখনও নিঃশেষ হয় না। মা শব্দটি অনেক ছোট। কিন্তু এর বর্ণনা এবং উদাহরণ ভালোবাসা অনেক বেশি। কারণ মা হচ্ছে ছেলে মেয়ের জন্য স্নেহের ভান্ডার। কারণ মা এর ভালোবাসা এবং স্নেহের ভান্ডার কখনো শেষ হয় না। কারণ মা যে কোন পরিবেশে সন্তানের পাশে থাকে এবং সন্তানকে ভালোবাসে। পৃথিবীতে অন্য যেকোন মানুষ বিপদ হলে পাশ থেকে চলে যায়। কিন্তু মা কখনো ছেলের পাশ থেকে যায় না সব সময় তার পাশে থাকে। যদি ছেলেরা মেয়েরা মাকে কষ্ট দেয় তারপরও মা সবসময় তাদের জন্য দোয়া করে এবং তাদের স্নেহের ভান্ডার বাড়িয়ে দেয়।
কারণ মা ছেলেমেয়েদেরকে এতই ভালোবাসেন নিজের জীবনের চেয়ে বেশি। মা সব সময় কামনা করে তার ছেলে-মেয়েদেরকে আল্লাহ যেন সুখে রাখে এবং অনেক ভালো রাখে। যখন একটি ছেলের ছোট থাকে মা তাকে অনেক আদর করে সারাক্ষণ তার বুকের মধ্যে রাখে। কিন্তু ছেলেটি বড় হওয়ার পরও মা ছেলের জন্য সব সময় দোয়া করে এবং স্নেহ করে। মা মনে করে ছেলেটি বড় হল তার কাছে সে আগে ছোট সন্তান। আর একটি মায়ের যখন দশটি ছেলে-মেয়ে থাকে এই দশ টির জন্য তার ভালোবাসা এবং স্নেহ থাকে। কারণ ভালোবাসা এবং স্নেহ কখনো কমে না মায়ের।
এবং মায়ের ভালোবাসার ভান্ডার কখনো নিঃশেষ হয় না। সব সময় ভালোবাসা মায়ের বুকে এবং মুখে থাকে ছেলেমেয়েদের জন্য। যদিও বর্তমান সময়ে অনেক ছেলে-মেয়ে মাকে বেশি কষ্ট দেয়। এত কষ্টের পরও মা সব সময় ছেলে মেয়েদের জন্য দোয়া করে। কারণ মায়ের মন সবচেয়ে বড়। কখনো মা ছেলেমেয়েদের অমঙ্গল কামনা করে না। শত কষ্টের পরও সব সময় চাই ছেলেমেয়ে যেন সুখে থাকে। এবং স্নেহের ভান্ডার দিয়ে ছেলেমেয়েদেরকে ভালবাসেন। আর মা আমাদের এমন সকল পরিবেশে এবং আপদ বিপদে সবসময় পাশে থাকে। মা কখনো বিপদ দেখলে ছেলে-মেয়েকে ছেড়ে যায় না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবে তারপরও চেষ্টা করবে ছেলেমেয়েদের জীবন রক্ষা করতে।
তবে কিছু কিছু ক্ষেত্রে এখন দেখা যায় ছেলেরা বিয়ে করার পর মাকে একদম চোখে দেখতে পারে না। তারা মাকে অপমান করে শুধু তাদের ভালো ওয়াইফের কারণে। তারপরও মা কষ্ট পাওয়ার পরও মুখ দিয়ে বলে না কষ্টের কথা। তারা চাই ছেলে মেয়ের সুখ। এরকম অনেক মহিলাকে আমি দেখেছি। তারা শত কষ্ট পেয়েছে ছেলেমেয়েদের থেকে। তারপরও বলে তারা সুখে থাকুক আমাকে না দেখুক। তারা তাদের ছেলেমেয়েদের জন্য দোয়া করে। এবং ছেলেমেয়েদের বিপদ শুনলে সাথে সাথে ছুটে যায় তাকে দেখার জন্য। ওই সময় তারা চিন্তা করে না এই ছেলেমেয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আর মায়ের মন এবং স্নেহের ভান্ডার অনেক বড় হয়। আর ভালবাসার ভান্ডার কখনো শেষ হয় না।
আর মাকে কারো সাথে তুলনা করা ঠিক না। কারণ কারণ মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ ভালোবাস না।। মায়ের ভালোবাসার মধ্যে কোন ভুল বা স্বজন প্রীতি নেই। মায়ের ভালোবাসা এবং স্নেহ ১০০% খাঁটি। মা সব সময় ছেলেমেয়েদের মঙ্গল কামনা করে। দশটি ছেলে-মেয়েকে স্নেহের ভান্ডার দিল তা ফুরিয়ে যায় না। আর মা সব সময় সব ছেলেমেয়েকে এক চোখে দেখে। কারণ তাদের কাছে ছেলে সন্তান হচ্ছে আদরের টুকরো। আর মায়ের সাথে আমি মনে করি কারো সাথে তুলনা করা বা এসব করা একদম বোকামি। যেই ঘরে মা আছে সেই ঘরে স্নেহর ভান্ডার আছে। আর যেই ঘরে মা নেই সেই ঘরে স্নেহের ভান্ডার নেই। তাই মাকে যথাসাধ্য সম্মান করা এবং ভালোবাসা ও ইজ্জত করা। আশা করি আমার টপিক পড়ে আজ আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1884934074110005249?t=Rm6F2iZii4yPm-mnIT14aw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
মায়ের ভালোবাসা সীমিত সময়ের জন্য নিঃশেষ হয় না। তাই মায়ের ভালোবাসা অফুরন্ত। যে যেখানেই যাক না কেন মায়ের বুকে ফিরে আসলে মায়ের স্নেহ মমতায় ভরে থাকে জীবন। অনেক ভালো লাগলো আপনার লেখা পড়ে।
আমার পোস্টটি পড়ে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।
ছেলে মেয়েদের জন্য মা হচ্ছে বড় একটি স্নেহের ভান্ডার। মায়ের স্নেহের ভান্ডার কখনো শেষ হয় না। আর সব সময় ছেলেমেয়েদের জন্য মা তার ভালোবাসার ভান্ডার থেকে দোয়া করে। আর স্নেহর ভান্ডার কখনো নিঃশেষ হয় না। মাকে নিয়ে সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ছেলে মেয়েদের জন্য মা হচ্ছে বড় একটি স্নেহের ভান্ডার। ভালো লাগলো আপনার অসাধারণ মন্তব্য শুনে।
মা হচ্ছে, নির্ভরতার শেষ আশ্রয়স্থল, ভালোবাসা শেষ ঠিকানা, মা হচ্ছে নিরাপদ জায়গায় শেষ গন্তব্য । আপনি ঠিক বলেছেন ভাই, মা হলো স্নেহের ভান্ডার যা কখনও নিঃশেষ হয় না। এই পৃথিবীতে সব কিছু ধীরে ধীরে কমে যায় কিন্তু মায়ের ভালোবাসা কখনো কমে না। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর পোস্টে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া মা হলেন স্নেহের ভান্ডার যা কখনো ছেলেমেয়েদের জন্য নিঃশেষ হয় না। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
মায়ের মত কেউই কখনো হয় না। পৃথিবীর সবার থেকে মা সবসময় আলাদাই হয়। আমি এটাই বুঝি না সন্তানরা কিভাবে পারে মায়ের মনে কষ্ট দিতে। মা যতই ভালোবাসুক না কেন, তার ভালোবাসার কখনো কোনো কমতি হয় না। অনেক ভালো লাগলো আমার কাছে আপনার লেখা পুরো পোস্টটা পড়তে। সত্যি আপনি অনেক সুন্দর করে লিখেছেন পুরো পোস্টটা।
একদম ঠিক বলেছেন পৃথিবীতে সবার থেকে মা সবসময় আলাদা হয়। আর মায়ের সাথে তো কারো তুলনাই হয় না। ভালো থাকবেন আপু।