কবিতা :- ভালোবাসা।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।
আজকে আমি ভালোবাসা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছি। আসলে ভালোবাসা শব্দটি মধুর। আর এই ভালোবাসার কারণে অনেক সময় মানুষ হয়ে যায় নিঃস্ব। স্বপ্ন থাকে ভালোবাসা নিয়ে অনেক কিছু করবে। আর স্বপ্ন যখন মানুষের স্বপ্নই থেকে যায় তখন মানুষ নিঃস্ব হয়ে যায়। তবে মা বাবার ভালোবাসা সবসময় খাঁটি থাকে। মা বাবা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসে না। তবে মুখের ভালোবাসা বেশি মানুষকে কষ্ট দেয়। কারণ মুখের ভালোবাসা সব সময় মধু হয়। মুখের ভালোবাসা দিয়ে মানুষ বেশি মানুষকে কষ্ট দেয়। যদিও ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর । আর ভালোবাসার কারণে পৃথিবী এত অন্ধকার। আশা করি আমার কবিতাটি পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
কবিতার নাম :: ভালোবাসা।
ভালোবাসতে ভালো লাগে
যদি থাকে স্বপ্ন।
ভালোবাসা হয় মধুর
যদি পাই পূর্ণতা।
ভালোবাসা থাকলে মনে
স্বপ্ন থাকে অনেক কিছু।
মনে মনে ভালোবাসা
যদি পাই পূর্ণতা
ভালোবাসা এমন
যে ভালোবাসা থাকে স্বপ্ন ভরা।
তবে ভালোবাসতে ভালো লাগে
যদি পাই ভালোবাসার পূর্ণতা।
ভালোবাসা মানে দুটো মনের
সব কিছুতে আন্তরিকতা।
ভালোবাসা থাকলে
মন চায় সমুদ্র পাড়ি দিতে।
ভালোবাসা ভালো অতিরিক্ত
আবেগ কিন্তু ভালো না।
ভালোবাসা শব্দ ছোট
কিন্তু গভীরতা অনেক।
মা-বাবার ভালোবাসা
সব চেয়ে মধুরতা।
প্রিয় মানুষের ভালোবাসা
থাকে অনেক অপূর্ণতা।
ভালবাসতে লাগে ভালো
যদি পাই সফলতা।
তবে ভালবাসতে ভালো
লাগে যদি থাকে প্রিয়তমা।
মুখের ভালোবাসা মধুর
সেই ভালোবাসার মধ্যে থাকে কষ্টটা।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1909896007284105607?t=Bp3MwVcosn7GDpmLVZmMJw&s=19
https://x.com/Jamal7183151345/status/1909898001889562659?t=YksxlnyFi7AZKiK4WA6VPQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1909898750669255119?t=wZyjkV51GbZB-ysJj1TZKA&s=19
https://x.com/Jamal7183151345/status/1909899735944814763?t=KEBwTJ5EpyGgWq-xRapsUQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসা সত্যি খুব সুন্দর একটা অনুভূতি। আপনি সুন্দর এই অনুভূতি নিয়ে খুব চমৎকার একটা কবিতা লিখেছেন। বেশ ভালো লাগলো আপনার কবিতাটা পড়ে। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আমার কবিতাটি নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ খুব দুর্দান্ত হয়েছে। বিশেষ করে লাইন গুলো খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে ভাই কবিতাটি শেয়ার করার জন্য।
আমার কবিতার লাইন গুলো ভালো লেগেছে আপনার কাছে শুনে খুশি হলাম ধন্যবাদ।
ভালোবাসা আমাদের সবার কাছেই এত সুন্দর অনুভূতি নিয়ে আসে। আপনি সেই অনুভূতি গুলোই অক্ষরে লিখেছেন এবং পাশাপাশি কোন জিনিসটা ভালো নয় সেটাও তুলে ধরেছেন ফলে ভালোবাসার ও সুন্দর নিয়ম রয়েছে । সব মিলিয়ে আপনার লেখা কবিতাটি বেশ ভালো লাগলো।
আমার কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। চেষ্টা করেছি সুন্দর করে কবিতাটি লেখার জন্য।