ডাই :- ক্লে দিয়ে একটি ব্যাঙ তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ক্লে দিয়ে একটি সুন্দর ব্যাঙ তৈরি করলাম। ক্লে দিয়ে সব সময় যেকোনো জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে। এর আগেও কয়েকটি জিনিস ক্লে দিয়ে তৈরি করার চেষ্টা করেছে। ক্লে একটু নরম থাকার কারণে তৈরি করতে একটু অসুবিধা হয়। তাও আমি চেষ্টা করি ভালো কিছু তৈরি করার জন্য। আজকে তৈরি করা এই ব্যাঙ আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রথমে তৈরি করতে একটু অসুবিধা হয়েছিল কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তৈরি করলাম। আশা করি আমার তৈরি করা এই ব্যাঙ দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি সবুজ রঙের ক্লে নিয়ে গোল গোল করে দুটি বৃত্ত সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
এরপর সবুজ রংয়ের ক্লে দিয়ে বড় একটি বৃত্ত তৈরি করে ছোট ছোট ক্লে গুলো মাঝখানে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর নিচের অংশে ছোট ছোট আরো কয়েকটি বৃত্ত তৈরি করে পায়ের মতো করে তৈরি করে বসিয়ে নিলাম।
ধাপ - ৪ :
এরপর বড় বৃত্তের উপরে ভাঁজ করে চোখ মুখ এঁকে ডাক দিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপর সবুজ এবং কালো রঙের ক্লে দিয়ে বড় বড় দুটি চোখ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর বড় বৃত্তের উপরের অংশে তৈরি করে রাখা চোখ গুলোকে জোড়া লাগিয়ে একটি সুন্দর ব্যাঙ তৈরি করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে খেলে দিয়ে একটি ব্যাঙ তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ব্যাঙ আপনাদের সবার অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
আপনার ব্যাংটি কিন্তু ভীষণ কিউট দেখতে হয়েছে৷ সবুজ রঙের ব্যাং করার জন্য মনে হচ্ছে বর্ষার ব্যাং। এখানে একবার ক্লে দিয়ে বর্ষার থিম বানানোর প্রতিযোগিতা হয়েছিল৷ আমিও সেখানে একটি ব্যাং বানিয়েছিলাম। আপনার ব্যাংটি দেখে মনে পড়ল। ক্লের বানানো অ্যানিমেলগুলো দেখতে খুব মিষ্টি লাগে৷
আপনার উচ্চতমূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।
https://x.com/Jamal7183151345/status/1879460954993545265?t=kmSMtQ1JxZihgpQqGQsCWw&s=19
ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে একদম বাস্তবের মত লাগে। ভাইয়া আপনি দারুণভাবে ব্যাঙ তৈরি করেছেন। আপনার ব্যাঙ তৈরি প্রতিটি ধাপ দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
ক্লে ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করলে দেখতে বাস্তবের মত লাগে। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।
অনেক সুন্দর হয়েছে আপনার এই ব্যাঙ তৈরি করা। খুবই ভালো লাগলো আপনার সুন্দর দক্ষতা দেখে। চমৎকার ভাবে আপনি আপনার দক্ষতা আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে।
আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ক্লে দিয়ে ব্যাঙ তৈরি করতে। ভালো লাগলো আপনার মন্তব্য শোনে।
ক্লে দিয়ে ব্যাঙ তৈরি করেছেন দেখতে বেশ ভালো লাগছে। সত্যিই এরকম দারুন কাজ দেখতেও ভালো লাগে। ব্যাঙটি দেখতে খুব সুন্দর হয়েছে। ক্লে দিয়ে যেকোন জিনিস বানাতে আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
আপু আমার কাছে ক্লে দিয়ে যেকোন জিনিস বানাতে ভালো লাগে। সুন্দর মন্তব্য শুনে অনেক অনেক ভালো লাগলো আপনার।
ক্লে দিয়ে ব্যাঙ অনেক কিউট হয়েছে ভাইয়া।সিম্পল জিনিস গুলো দেখতে বেশি ভালো লাগে আমার কাছে। মাত্র এটা উপকরণ দিয়ে এত মিষ্টি একটা ব্যাঙ তৈরি করা যেতে পারে এটা তো সত্যিই অভাবনীয়। ধাপ গুলো খুব সহজে বর্ণনা করেছেন কারণ এগুলো বানানো যতটা না সহজ বর্ণনা করা অনেক কঠিন।
আমার তৈরি ব্যাঙ কিউট হয়েছে বলে সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে ব্যাঙ তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বর্ণনাগুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। ব্যাঙের চোখ দুটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। দারুণ একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপনি অসাধারণ মন্তব্য করে সাপোর্ট করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর একটা ব্যাঙ তৈরি করেছেন। অনেক কিউট লেগেছে আমার কাছে এই ব্যাঙ টা দেখতে। আপনি এখন অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে থাকেন ক্লে দিয়ে। যেগুলো অনেক সুন্দর হয়ে থাকে।
আমি চেষ্টা করি ক্লে দিয়ে সুন্দর জিনিস তৈরি করতে। ভালো লাগলো সুন্দর মন্তব্য শুনে আপনার।