জেনারেল রাইটিং :- জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই। আমরা মানুষ আর আমাদের প্রত্যেক মানুষের জীবন আছে। এবং মানুষের জীবন যতক্ষণ আছে ততক্ষণ বিপদ থাকবে। কিছু কিছু মানুষের বিপদ এতই বড় মানুষ একদম ভেঙে পড়ে। আবার কিছু মানুষের বিপদ আসলে মারাও যাই। তবে প্রত্যেকটি মানুষ চিন্তা করতে হবে জীবন যতদিন আছে মানুষের ছোট বড় বিপদ থাকবে। আর বিপদ না থাকলে মানুষের সুখের বা শান্তি থাকার মর্যাদা বুঝবে না। আর এখন বর্তমানে অনেক মানুষ আছে মানুষকে বিপদে পালাতে চেষ্টা করে।
তবে কিছু মানুষ আছে তারা মানুষকে বিপদে পালাতে চেষ্টা করে। আর এই মানুষগুলো সব সময় নিজের সুখের কথা চিন্তা করে। তবে কিছু বিপদ আছে না বলে ওই বিপদ গুলো মানুষের ভাগ্যে ছিল এটাই বিশ্বাস করে। আবার কিছু বিপদ আছে মানুষ মানুষকে বিপদে ফালায়। আর এই বিপদগুলোর কারণে মানুষ বড় আকার ক্ষতিও হয়। আর মানুষের জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ থাকবে এটাই স্বাভাবিক। আর বিপদের মধ্যে পড়লে আপন পর সব চেনা যায়। কারণ বিপদ এর মাধ্যমে প্রকৃত বন্ধু এবং প্রকৃত আপন লোক গুলো বোঝা যায়। আর বিপদ আসলে অনেকে ভয়ে এমনে আত্মহারা হয়ে যায়।
তবে কিছু লোক আছে বিপদ আসলে তারা শক্ত হাতে দবন করার চেষ্টা করে। আবার কিছু মানুষ আছে বিপদ আসলে একদম ভেঙে পড়ে। কারণ কিছু কিছু বিপদ আছে হঠাৎ করে এসে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলে। আর এই ধরনের বিপদ গুলো মানুষের জীবন পর্যন্ত নিয়ে যায়। আমাদের পাশে একটি ছেলে বাইক চালাতে গিয়ে বড় আকার এক্সিডেন্ট করে। আর ছেলেটি ওই জায়গাতে মারা যায়। আর ওই বিপদটি হঠাৎ করে এসে ছেলেটির জীবন কেড়ে নিল। এবং ছেলেটির জীবন যতক্ষণ ছিল ততক্ষণ তার বিপদ আসলো। একজন মৃত্যুবরণ করেই লোক এর কোন বিপদ নেই। কারণ জীবন থাকলে মানুষের ছোট বড় বিপদ গুলো আসে।
আর ছেলেটি মারা যাওয়ার পর থেকে তার পরিবার একদম নিঃস্ব হয়ে গেল। আবার কিছু বিপদ আসে নিজের কারণে আসে। এই ছেলেটিকে তার মা বারবার বলেছে বাইক চালালে অনেক সময় এক্সিডেন্ট করে। অনেক মানুষ মারা যায় বাইক এক্সিডেন্ট করে। তার মায়ের কথাটি লেগে গেলেন। ছেলেটি বাইক এক্সিডেন্ট করে নিজের জীবন দিয়ে দিলেন। তবে অনেকে আবার মনে
করে ভাগ্য যদি থাকে বিপদ আসবে মানুষের জীবনে। আবার কিছু বিপদ আসে নিজের কারণে আসে এটি আবার অনেকে বলে। আর জীবনে পদে পদে কমবেশি অনেকে বিপদে পড়ে। আর বিপদে পড়লে তখন মানুষ বুঝে সুখে থাকা অবস্থার কথা।
তাই আমি মনে করি বিপদ এর কারণে অনেক মানুষের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়। জীবন থাকা অবস্থায় সবার কম বেশি বিপদ আসবে। আর বিপদ মানুষের জীবনের সঙ্গী। কারণ জীবনের সঙ্গী এই কারনে বলেছি জীবন থাকলে বিপদ আসবে এটাই স্বাভাবিক। কারণ বিপদের কারণে অনেক মানুষ অনেক কিছু স্মরণ করে। আবার বিপদ এর মাধ্যমে মানুষ মানুষের আপনজন থেকে শুরু করে সব মানুষকে চিনতে পারে। আর কিছু বিপদের কারণে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করে। তাই সবাইকে মনে রাখতে হবে জীবন যতক্ষণ আসবে বিপদ ততক্ষণই আসবে। আশা করি আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1941849479063474212?t=eBuszNj60onf1tRkUOeixg&s=19
https://x.com/Jamal7183151345/status/1941737270429745329?t=ajODjUUFvdrQGAhmUxX-Ow&s=19
https://x.com/Jamal7183151345/status/1941850083768844378?t=hcZcU_nagLYagpeqlU40PQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1941850497918620122?t=z1W2u-HINWcVR-PsWNvpTw&s=19
https://x.com/Jamal7183151345/status/1941850935816499288?t=bVHpAs0ugQoPY2wblbKA8Q&s=19
বেশ দারুন লিখেছেন ভাই। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ঠিক বলেছেন কিছু মানুষ আছে বিপদ আসলে খুব ভেঙ্গে পড়ে আবার অনেকেই সেই বিপদটি মোকাবেলা করতে সক্ষম হয়।আবার এমনও আছে মানুষ বিপদে পড়লে অনেকেই মজা নেয় এবং তাকে আরো বিপদে ফেলার চেষ্টা করে। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।