ভ্রমণ :- ফসলের মাঠে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে সুন্দর করে শেয়ার করব ফসলের মাঠে ঘুরতে যাওয়ার মুহূর্ত। রমজানের আগে একদিন বিকেল বেলা আমি ফসলের মাঠে ঘুরতে গেলাম। মূলত আমার এক ভাতিজা আসলো। তাকে একটু নদীর ধারে এবং ফসলের মাঠে ঘুরে দেখানোর জন্য বলেছেন তার মা-বাবা। কারণ তারা একদিন দুপুরবেলা আমাদের বাড়িতে আসলো। আর আমরা যখন গ্রামে বাস করি তখন আমাদের এলাকাটা এমনিতে চর এলাকা। এরপর আমরা ঠিক করলাম বিকেল চারটা বাজে বাড়ি থেকে বাইর হয়ে নদীর ধারে এবং ফসলের মার ঘুরতে যাব। এরপর আমি আর আমার ভাতিজা ঘুরতে বাইর হলাম।
তখন আমি তাকে নিয়ে হাবুর ঘাট চর এলাকা ঘুরতে যাওয়ার জন্য ঠিক করলাম। এরপর একটি রিক্সা নিয়ে আমরা ওই জায়গায় চলে গেলাম। কারণ জায়গাটির একপাশে নদী আর উপরে বিভিন্ন ধরনের ফসল চাষ করে। যদিও এখন বর্ষার সময় এসব জায়গাগুলোতে চাষ করা যায় না। কারণ সুইচগেট নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এই জায়গাগুলোতে সবসময় পানি থাকে। এখনো মাঝেমধ্যে নদীর পানির জোয়ার আসে অনেক বড় বড়। এরপর আমরা যখন ওইখানে গেলাম তখন নদীর ধার এবং সরকারি গাছগুলো দেখলাম। অনেকক্ষণ পর্যন্ত দুজন ঐখানে ঘুরাঘুরি করেছিলাম। হঠাৎ করে চিন্তা করলাম ফসলের মাঠ একটু দেখব আর ফটোগ্রাফি করব। এরপর আমরা ফসলের মাঠে চলে আসলাম।
তবে এইখানে বুটের ডাল চাষ করেছেন জমিটিতে কৃষকে। এবং ওই সময় ডালের মধ্যে ফুল ফুটেছে দেখতেও বেশ ভালো লাগলো। কারণ একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে ফসল একসাথে দেখে অনেক ভালো লাগলো। আমার ভাতিজা প্রথমে কয়েকটি ডালের ফুল নিয়ে নিলেন। তখন আমি তাকে মানা করলাম ডালের ফুল যেন না নেই। কারণ ডালের ফুল থেকে ডাল হবে এই কথা তাকে বুঝিয়ে বললাম। নয়তো বা ছোট মানুষ পকেটের মধ্যে অনেকগুলো ফুল নিয়ে নেবে। তবে ফুলগুলো সাদা আকারের ছোট দেখতেও বেশ ভালো লাগলো ডালের ফুল। আর এমনিতে ডাল গুলোর ফুল গুলো দেখতে চমৎকার লাগে। কারণ একসাথে ফসলের মধ্যে অনেক ফুল ফোটে দেখতে ভিন্ন রকম ভালো লাগে।
আর বিকেল বেলা এসব পরিবেশে ঘুরতে গেলে এমনিতে চমৎকার লাগে। যদিও ওই সময় আমি ভাতিজার এবং আমার কিছু ফটোগ্রাফি করেছিলাম ফসলের মাঠে। তবে ফটোগ্রাফি গুলো করতে মনে হল পরিবার নিয়ে আসলে একটু ভালো লাগতো। কারণ পরিবারের লোক গুলো সাথে থাকলে কথা বলা যায় এবং ভালো সময় কাটানো যায়। তবে ছোট ভাতিজাকে নিয়ে ঘুরতে মোটামুটি ভালই লাগলো। যদিও ভাতিজাকে অনেক দুষ্টামি করে। আসলে ভাতিজা বলতে আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে। তারা অন্য জায়গা নতুন বাড়ি করেছেন তার মা বাবা। আর মাঝেমধ্যে আমাদের এইখানে ঘুরতে আসে তারা।
আমরাও মাঝেমধ্যে তাদের ওইখানে ঘুরতে যাই। বলতে গেলে ভালো সম্পর্ক তাদের সাথে। এবং ঐদিন ভাতিজা সহ প্রাকৃতিক সৌন্দর্য এবং ফসলের মাঠ দেখতে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এরপর সামনের দোকান ছিল সেখানে এসে আমি চা খেলাম ভাতিজা হাতের নাস্তা খেলো। কারণ ছোট মানুষকে নিয়ে ঘুরতে গেলাম কিছু না খাওয়ালে তার কাছে খারাপ লাগবে। আর ছোট বাচ্চারা পছন্দের খাবারগুলো খেতে একটু বেশি পছন্দ করে। আর দুইজন নাস্তা করে আবার বাড়ির দিকে চলে আসলাম। আর ঐদিন ছোট ভাতিজা কে নিয়ে মোটামুটি ভালই সময় কাটিয়েছি ঘুরতে গিয়ে। আশা করে আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1899368039751315812?t=xYtgTp_eezzAmGo2y6vcbQ&s=19
খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করলেন। পরিবেশ টা আমার কাছেও অনেক ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশে সময় কাটাতে নিজের কাছেও ভালো লাগে। সবুজ প্রকৃতি মানেই সুস্থ জীবন। ধন্যবাদ।
আসলে প্রকৃতিকে সৌন্দর্যের মধ্যে ঘুরতে এমনিতে সবাই পছন্দ করে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
ফসলের মাঠ, নদীর ধারে ঘোরাঘুরি, ডালের ফুল দেখা সবকিছুই প্রকৃতির সৌন্দর্যের এক সুন্দর চিত্র এঁকেছে। ভাতিজার সাথে কাটানো মুহূর্তগুলোও বেশ প্রাণবন্ত লেগেছে, বিশেষ করে ছোটদের কৌতূহল আর দুষ্টামির অংশটা। পরিবারের সবাই থাকলে আরও আনন্দদায়ক হতো, তবে এমন ছোট ছোট ভ্রমণও মনের ভেতর দীর্ঘদিন ভালো লাগার স্মৃতি হয়ে থাকে। সুন্দর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আসলে আপু ঐদিন ভাতিজার সাথে ঘুরতে গিয়ে ভালই লাগলো। ভাতিজা অনেক খুশি হয়েছে।
আমাদের সকলের উচিত মাঝে মাঝে মাঠের মধ্যে গিয়ে ফসলের ক্ষেতে ঘোরাঘুরি করা।এর ফলে কৃষকদের কাজের প্রতি একটি সুন্দর আইডিয়া চলে আসবে। আপনি দেখছি ফসলের মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলেন। আপনি বেশ দারুন একটি সময় উপভোগ করেছেন ফসলের মাঠের মধ্যে।
আমি চেষ্টা করি মাঝেমধ্যে ঘুরতে যেতে যে কোন জায়গাতে। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
আমাদের মাঝে আপনি অনেক সুন্দর একটা মুহূর্ত শেয়ার করেছেন। এভাবে ফসলের মাঠে সময় কাটানোর জন্য গেলে খুব ভালোই লাগে। এরকম সুন্দর সবুজ শ্যামল পরিবেশে গেলে মনটাও অনেক ভালো হয়ে যায়। খুবই ভালো লেগেছে আপনার কাটানো পুরো মুহূর্তটা।
ধন্যবাদ আপু আমার ভ্রমণ পোস্ট নিয়ে উৎসাহিতমূলক মন্তব্য করার জন্য।
জেনে খুবই ভালো লাগলো যে আপনি মাঝেমধ্যেই চেষ্টা করেন একটু ঘুরতে বের হওয়ার আসলে আমাদের মাঝেমধ্যে একটু ঘুরাঘুরি করে মনকে ফ্রেশ করে নেওয়া উচিত। ঘোরাঘুরি করলে আমাদের মন শরীর দুটোই একটু ভালো থাকে। আর আপনি তো আপনার ভাতিজাকে সঙ্গে নিয়ে আজ ঘুরতে বেরিয়েছেন, দেখেই বোঝা যাচ্ছে যে আজকের ঘোরাঘুরিটা নিশ্চয়ই অনেক মজাদার হয়েছে। আমারও এই গ্রামের দিকে ফসল ভরা মাঠ দেখতে আর নদীর ধারে বসে সময় কাটাতে বেশ ভালো লাগে। আপনাকে দেখে আমারও ইচ্ছা করছে এখনই গিয়ে একটু গ্রামের দিকে ঘুরে আসতে। এমন সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া আমি চেষ্টা করি মাঝেমধ্যে ঘুরতে যেতে। আর ঘুরতে গেলে মনও ভালো থাকে। ভালো থাকবেন ভাই।
বিকেলবেলা এমন একটি সুন্দর পরিবেশে ঘুরতে গেলে আসলেই ভালো লাগে।চার দিকটা সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদের মন কাঁড়ে। প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন ছিল। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু চারপাশ সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমাদের সবার মন কাড়ে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে সাপোর্ট করার জন্য।
আপনি দেখছি ভাতিজাকে নিয়ে ভালোই ঘুরাঘুরি করেছেন। আসলে ফসলের মাঠ নদীর ধার প্রকৃতির সৌন্দর্যের মাঝে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে ভালোই সময় কাটিয়েছেন। আর বিকেলবেলা ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
হ্যাঁ আমি ভাতিজাকে নিয়ে ভালোই ঘুরাঘুরি করেছিলাম। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।