ভ্রমণ:- সূর্যমুখী ফুলের সৌন্দর্যে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিগত কয়েক মাস আগে সূর্যমুখী ফুল ক্ষেতে ঘুরতে যাওয়ার মুহূর্ত। মূলত ঐদিন আমি আমার ওয়াইফ কে নিয়ে ঘুরতে গেলাম সূর্যমুখী ফুল ক্ষেতে। সূর্যমুখী ফুলগুলো দেখতে এমনিতে ভালো লাগে। বিশেষ করে যখন সূর্যমুখী ফুল গাছগুলোর মধ্যে একসাথে ফুল ফুটে তখন দেখতে কিন্তু চমৎকার লাগে। আর সূর্যমুখী ফুল গুলোর পাপড়ি এবং সৌন্দর্য অসাধারণ। তবে আমাদের গ্রাম অঞ্চলে সূর্যমুখী ফুলের বাগান কম বেশি দেখা যায়। যদিও ছোট ছোট জায়গার মধ্যে সূর্যমুখী ফুল গাছ চাষ করা হয়। তবে একদিন আমি বাজারে যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে অনেক বড় জায়গার মধ্যে সূর্যমুখী ফুল গাছ চাষ করা হয়েছে।
যদিও ওই সময় গাছ গুলো ছোট ছিল তখন আমি বাড়িতে এসে আমার ওয়াইফ কে বললাম। আর আমার ওয়াইফও বলতে লাগলো যখন ফুল ফোটে তখন যাবে ঘুরতে। এবং একমাস পরে যখন আমি ওই দিকে গেলাম তখন দেখি সম্পূর্ণ জমির মধ্যে সূর্যমুখী ফুল ফুটল। মনে হয় এক একটা সূর্যমুখী গাছ এক একটা সূর্যমুখী ফুল নিয়ে দাঁড়িয়ে রইলো। আর ওই সময় ফুলগুলো এতই তাজা ছিল দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। এই কারণে একদিন আমি দুপুরের পর আমার ওয়াইফ কে নিয়ে সূর্যমুখী ফুলের বাগান দেখতে যাওয়ার জন্য টাইম ঠিক করলাম। এরপর নির্দিষ্ট সময়ে আমরা দুইজন একটি গাড়ি নিয়ে সূর্যমুখী ফুলের বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম।
যদিও যাওয়ার সময় মেয়েকে নেওয়া হয়নি। আমরা দুইজন মূলত দুপুরের পরে গেলাম ঘুরতে সূর্যমুখী ফুল বাগানে। তবে এইখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে সূর্যমুখী ফুলে সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সূর্যমুখী ফুলের বাগানে চলে গেলাম। আর ওইখানে গিয়ে আমার ওয়াইফ অনেক খুশি হয়েছে কারণ একসাথে এতগুলো সূর্যমুখী ফুল দেখে। আর সূর্যমুখী ফুলগুলো ধরে বারবার দেখতে লাগলো। যদিও ওইখানে যে সূর্যমুখী ফুলের বাগান চাষ করেছে সেই বলতে লাগলো কোন ফুল যেন না দেয়। তবে আমরা কোন সূর্যমুখী ফুল ধরি নাই। আর আমরা যে সময় গেলাম ঐ সময় দুপুর এর কারণে মানুষও খুব কম ছিল।
আর অনেকে বলে এই জায়গাতে অনেক মানুষ ঘুরতে আসতেছে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে। আর আমার ওয়াইফ যখন এত বড় জায়গার মধ্যে সূর্যমুখী ফুলের বাগান দেখতে পেল সত্যি সে অনেক খুশি হয়েছে। কারণ জায়গার মধ্যে তারা খালি রেখেছেন সেই কারণে চলাফেরা করতে পারা যায়। আর দূরদূরান্ত থেকে মানুষ আসলে ও অনেক মানুষ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে লাগলো। আর ওই সময় আমি নিজেও আমার ওয়াইফ কে নিয়ে কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। সত্যি বলতে সূর্যমুখী গাছের মধ্যে অনেক বড় বড় ফুল ফুটেছে দেখে কিন্তু অন্যরকম ভালো লাগলো। আর এইসব জায়গাতে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়।
সত্যি ওই দিন সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে ফুলের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য চমৎকারভাবে উপভোগ করলাম। আর ওই সময় এমনিতে গরম অনেক বেশি ছিল। পাশে কোন দোকান বা বসার জায়গা নাই বিদায় গরমের কারণে একটু অতিষ্ঠ লাগলো। তারপরও এসব জায়গাতে ঘুরতে গেলে অন্যরকম ভালো লাগে। আর সেদিন আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে গিয়ে যেমন ভালো লেগেছে তেমনি সৌন্দর্য উপভোগ করলাম সূর্যমুখী ফুলের। আর এসব জায়গাতে দূরদূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে। ঐদিন সূর্যমুখী ফুল ক্ষেতে ঘুরতে গিয়ে ভালো সময় কাটিয়েছি আমরা। আশা করি আমার পোস্ট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1947293643003600934?t=u8P3YKqZkA-qyvCxXM1TgA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1947249009069813849?t=2rPkpfAYIrC2xreF-sKgkg&s=19
সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সূর্যমুখী ফুলের বাগানে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন ভাই। আপনার পোস্ট দেখে ভালো লেগেছে ভাই।