গল্প:-মানুষের এইকি নাম লাতু।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাস্তব একটি ঘটনা। আমাদের পাশের বাড়ি একটি লোকের নাম হচ্ছে লাতু। আসলে যখন সেই ছোট ছিল তখন তার বাবা তার নাম লিখেছিল আবুল হোসেন লাতু। তবে ওই সময় তাকে লাতু নামে সবাই ডাকতেন। যদিও লোকটি বড় হওয়ার পর এই নাম ডাকলে সেই মানুষের উপর গরম হয়ে যেতেন। কারণ এই নাম সেই লোকটি পছন্দ করতেন না। অনেক সময় অনেক মানুষ দুষ্টুমি করে তাকে লাতু বলে ডাকতেন।
এমনকি আবুল হোসেন মিয়া ঐ লোকের সাথে সম্পর্ক পর্যন্ত নষ্ট করে ফেলতেন। তাকে লাতু ডাকার কারণে সে অনেক লোকের সাথে ঝগড়া এবং মারামারিও করেছে। তবে বর্তমান সমাজে কিছু কিছু লোক আছে ইচ্ছে করে লোকটিকে দেখলে লাতু বলে। এবং এই নিয়ে সে সবসময় কাউকে না কাউকে গালাগালি করে। মনে হয় লাতু বললে সে এত মন খারাপ করে বোঝাই যায় তার ব্যবহার দেখলে। এমনকি সে তার বাবাকেও গালাগালি করে কেন তার নাম লাতু রেখেছে। তবে তার বাবা অনেক আদর করে তাকে ছোট থাকতে লাতু লাতু বলে ডাকতেন।
বিগত কিছু মাস আগের কথা। তার বড় ছেলের বিয়ে ঠিক হয়েছিল। এবং দিন তারিখ ও ঠিক করেছিল। এবং ওইদিন তার বড় ছেলের বিয়ে হচ্ছিল। বিয়ের সময় অনেক জায়গা থেকে মানুষ আসে একসাথে হয়। ছেলের বিয়ের দিন তেমন কোন সমস্যা হয় নাই। যখন তাদের বাড়িতে যেদিন মেয়ের পরিবার এবং আত্মীয়-স্বজন আসলো। ঐদিন অনেক বড় ধরনের ঝগড়া হয়ে গেল। মূলত আমাদের এলাকার কিছু লোক বিয়েতে গেলেন তার ছেলের। তখন তাকে দেখে ২-৩ জন লোক বলতেছে। লাতু ভাইয়ের ছেলের বিয়েতে ভালোই খাওয়া দাওয়া করালো। খেয়ে খুব মজা পেলাম।
এরপর আবুল হোসেন মিয়া মেহমানদের সামনে এই লোকদেরকে গালাগালি করতে লাগলো। ওই সময় আবুল হোসেন মিয়ার ছেলের বাড়ির মেহমান ও আসলো। এবং এতগুলো মেহমানের সামনে আবুল হোসেন মিয়া এ লোকদের মা-বাবাকে নিয়ে ব্যবহার খারাপ করতে লাগলো। তখন ব্যাপারটি সবাই দেখতেছে এবং নানাভাবে নানা ধরনের কথা বলতেছে। অনেকে বলতেছে ছেলের বিয়ের অনুষ্ঠানে এইভাবে সেই ব্যবহার করা ঠিক হয়নি। আবার অনেকে বলতেছে এই নাম ডাকলে সে ঝগড়া করে কেন এই লোক গুলো তার এই নাম ধরে ডাকলো।
ওই সময় আবুল হোসেন মিয়ার ছেলে এসে অনেক চেষ্টা করল আবুল হোসেন মিয়াকে ঠান্ডা করার জন্য। তবে আবুল হোসেন মিয়া আরো জোরে জোরে গালাগালি করতে লাগলো। এবং আবুল হোসেন মিয়ার ছেলের শশুর বাড়ি লোক গুলো বলতেছে লোকটির ব্যবহার ভালো না। এবং এই লোকের ছেলের সাথে মেয়েটি বিয়ে দিয়ে ভুল করেছেন। যদিও আবুল হোসেন মিয়া ছেলে জুয়েল খুব ভালো একজন মানুষ। বাস্তব অর্থে কিছু কিছু লোক এমনিতে আছে মানুষের সাথে ফাইজলামি করতে পছন্দ করে। এই কারণে সেই দিন বিয়েতে এত বড় ঝগড়া হলো এবং বিয়ের পরিবেশ নষ্ট হয়ে গেল। আশা করি আমার বাস্তব এই ঘটনাটি শুনে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1862052869136114168?t=VlENiCEjeVLPfkq2AEGtug&s=19