ফটোগ্রাফি :- ভিন্ন ভিন্ন রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে নদীর ফটোগ্রাফি। বর্তমান সময়ে নদী গুলোর মধ্যে পানি অনেক বেশি। কারণ বৃষ্টির কারণে ও নদীর জোয়ারের কারণে পানি অনেক বেশি দেখা যায়। আর আমাদের এদিকে নদীগুলো এখন আকার অনেক বড় হয়ে গেছে। কারণ সুইচগেট ভেঙে যাওয়ার পর থেকে নদীর দুইপাশ মাটি ভেঙ্গে নদীঅনেক বড় হয়ে গেল। তবে নদীর সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। আর নদীর পাশে ঘুরতে গেলে মন ভাল হয়ে যায়। কিছুদিন আগে নদীর ধারে ঘুরতে গিয়ে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল আমাদের খুব প্রিয় এবং পছন্দের একটি ফুল। জবা ফুল চিনেনা এমন মানুষ নেই বললেই চলে। জবা ফুল অনেক জাতের এবং অনেক রকমের আছে। তবে এই কালারের জবা ফুল খুব কমে দেখা যায় গ্রাম অঞ্চলে। জবা ফুলের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। তবে জবা ফুলের রস দিয়ে অনেকে অনেক ধরনের ওষুধ বানায়। কিছুদিন আগে আমি একটি জায়গায় ঘুরতে গিয়ে এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। বেগুন ফুল আমাদের সবার খুব প্রিয় এবং পছন্দের ফুল। বেগুন ফুল আমাদের সবার পরিচিত একটি ফুল। যদিও আমরা বেগুন কে সবজি ফুল বলি। কারণ আমরা বেগুন সবজি হিসেবে খেয়ে থাকি। তবে বর্তমানে হাইব্রিড জাতের বেগুন গাছ বেশি দেখা যায়। আর এই গাছ গুলোর মধ্যে ভালোই বেগুন ধরে এবং ভালোই ফুল ফোটে। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বেগুন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ বন্যফুল গুলো অযত্নে অবহেলা বড় হয়। আর বন্যফুল কিছু আছে যেগুলো বাস্তব ফুলের চমৎকার লাগে। এই বন্য ফুল গুলো রাস্তার পাশে এবং জমির পাশে বেশি দেখা যায়। যদিও এই ফুলগুলো খুব ছোট তবে খেয়াল করলে ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। আর শীতের পরে এই ফুল গাছ গুলো কমবেশি আমাদের গ্রামার ছাড়া দেখা যায়। কিছুদিন আগে আমি রাস্তার পাশ থেকে এই ফুলের ফটোগ্রাফি করছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে শিম ফুলের ফটোগ্রাফি। শিম ফুলগুলো ছোট কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগে। যদিও সাদা কালারের শিম ফুল গুলো বেশি দেখা যায়। আর শিম ফুল কয়েক রকমের আছে। আর এই ছোট ছোট শিম ফুল থেকে মজার শিম ধরে। আর শিম এমন একটি সবজি যে কোন কিছু সাথে রান্না করলে খেতে বেশ মজাই লাগে। আমাদের গ্রাম অঞ্চলের কমবেশি প্রত্যেক বাড়িতে শিম গাছ রোপন করে। অনেকে আবার রাস্তার ধারে ও শিম গাছ রোপন করে। আমি অনেকদিন আগে শীতের সময় রাস্তার পাশ থেকে এই শিম ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের শিম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে অলকানন্দা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো একটু বড় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে ছোটকালে আমরা এই ফুলকে মাইক ফুল বলতাম। কারণ অবিকল দেখতে মাইক এর মত। তবে এই ফুলগুলো বিভিন্ন জাত এবং বিভিন্ন কালার আছে। আর সব কালারের অলকানন্দা ফুল কিন্তু দেখতে কিন্তু চমৎকার লাগে। আর এ ফুল গাছগুলো রোপন করলে মোটামুটি ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয়। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি একটি বাড়ির সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1941488964143317086?t=vSKAfoNfx8tqApf3pI18Mg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1941408594739724688?t=WJXtzjAYXtYhqFYOz4Braw&s=19
https://x.com/Jamal7183151345/status/1941409215328997455?t=xuBoGZYoOHNyhz7W5YiZUw&s=19
https://x.com/Jamal7183151345/status/1941409678300418407?t=oj0nMWkHUph5lUy8Vgz-EQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1941410234192548261?t=7gOD3vUbgSkg-yMcvJWn0w&s=19
ওয়াও ভাইয়া আপনি দারুন দারুন কিছু ভিন্ন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা এত সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো।বিশেষ করে জবা ফুল ও মাইক ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। অনেক ভালো ফটোগ্রাফি করেন আপনি। অনেক ভালো লেগেছে ভাই। সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই।
অপূর্ব সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। এমন সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা ভালো হয়ে যায়। জবা ফুলের ফটোগ্রাফিটি ভীষণ সুন্দর হয়েছে। একদম ইউনিক অ্যাঙ্গেল করে তোলা আপনার ফটোগ্রাফি গুলি। এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
নদীর ফটোগ্রাফিটি সবচেয়ে সুন্দর হয়েছে। নদী আমার ভীষণ ভালো লাগে। আর নদীর পাড়ে গেলেও ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
আপনি ভিন্ন রকম চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার বন্য ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর নদীর ফটোগ্রাফি দেখেতো হা করে তাকিয়ে রইলাম। ধন্যবাদ চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
ভিন্ন ভিন্ন রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল।যে কোন ফুল দেখতে সত্যিই অনেক ভালো লাগে সেটা সবজির হোক আর বনোফুল হোক।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।