জেনারেল রাইটিং :- মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে সুন্দর করে শিক্ষণীয় জেনারেল রাইটিং শেয়ার করব। আমার আজকের টপিক হচ্ছে মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা। মা শব্দটি ছোট কিন্তু এর গভীরতা অনেক। মা মুখ দিয়ে বলতে যেমন মধুর লাগে । আর মা সবসময় ছেলেমেয়েদের জন্য দোয়ার ভান্ডার হয়ে থাকে। কারণ মায়ের কাছে ছেলে-মেয়ের কোন তুলনা হয় না। কারণ মা সব সময় ছেলে মেয়েদের মঙ্গল কামনা করে। পৃথিবীতে মায়ের মত নিঃস্বার্থ আদর ভালবাসা কেউ করেনা। শত কষ্ট দিলেও ছেলে-মেয়ে মা নীরবে সেই কষ্ট সহ্য করে ছেলে মেয়েদের জন্য দোয়া করে। কখনো মা ছেলে মেয়ের অমঙ্গল কামনা করে না। কারণ মা সকল পরিবেশে ছেলেমেয়েদের জন্য মায়ে থাকে।
মা মুখ দিয়ে ছেলেমেয়েদের জন্য কিছু বলে না। চোখ দিয়ে তাকিয়ে থেকে ছেলেমেয়েদের জন্য অন্তর থেকে দোয়া করে। এবং ছেলে মেয়ের সুখ দুঃখ সব সময় ছায়ার মত থাকে মা মায়ের আশ্রয় নিয়ে। পৃথিবীতে সব মানুষ কম বেশি স্বার্থপর হয় নিজের স্বার্থের কারণে। তবে কখনো মা ছেলে মেয়েদের কাছে নিজের স্বার্থ দেখাই না। সবসময় ছেলেমেয়েদের মঙ্গল কামনা করে। আর মায়ের নিঃশব্দ আওয়াজ বুঝিয়ে দেয় আমাদের জন্য মা বড়ই আশ্রয়দাতা। যখন একটি ছেলে মেয়ের বিপদে পড়ে মায়ের তখন প্রথমে মা ছেলে মেয়ের পাশে গিয়ে দাঁড়ায়। অনেক সময় নিজের জীবন দিয়ে হলেও ছেলেমেয়েদের জীবন বাঁচানোর চেষ্টা করে। কারণ মা মনে করে তার জীবনের চেয়ে ছেলে মেয়ের জীবন মূল্যবান বেশি।
আর পরিবারে যখন ভাই ভাই দ্বন্দ্ব হয় তখন ছেলেরা মাকে বেশি দোষারোপ করে। তবে মা মায়ের ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করে তার কাছে ছেলেগুলো সবাই সমান। এবং মায়ের নীরব মুখ এবং নীরব চোখ দেখে অনেক সময় অনুমান করা যায়। মা ছেলে মেয়েদের জন্য নিরবে কাঁদে। তবে মুখ দিয়ে কিছুই বলতে পারে না। এবং নীরবতা বলে দেয় মা সব সময় ছেলে মেয়েদের মঙ্গল কামনা করে। তবে মাকে যতই দোষারোপ করা হয় না দিনশেষে মা ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ হয়ে থাকে। আর বর্তমানে ছেলে-মেয়েগুলো বেশিরভাগ মাকে বেশি দোষারোপ করে স্বার্থের কারণে। তারপরও মা নীরব থেকে হলেও ছেলেদের পাশে থাকে সুখে থাকার জন্য। আর সব সময় দোয়া করে যারা ছেলে মেয়ে সুখে থাকে।
মা কখনো কোন নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনা। মা ছেলে মেয়েদের জন্য রান্নাঘর থেকে শুরু করে যাবতীয় কাজ করে ছেলেমেয়েদেরকে মানুষ করে। আর মা সবসময় চেষ্টা করে নিজে কষ্ট করে হলেও ছেলে-মেয়েদের জীবন সুন্দর করতে। মা শুধু মা বলে পরিচিত না মা হচ্ছে ছেলে মেয়েদের জন্য দোয়ার ভান্ডার। মায়ের ভালোবাসা এবং আত্মত্যাগের কোন তুলনা হয় না। নিঃস্বার্থভাবে মা সবসময় ছেলে-মেয়েদের জন্য ভালোবাসা এবং ত্যাগ স্বীকার করে। কারণ মায়ের সাথে অন্য কিছু তুলনা করা যায় না। কারণ মা ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করে। তেমনি ছেলেমেয়ে অসুস্থ হলে মা পাশে বসে তাদের খেদমত করে এবং তাদের জন্য দোয়া করে যেন সুস্থ হয়ে যায়। এবং মা রাত জেগে হলেও ছেলেমেয়েদের পাশে থাকে। দিনের বেলা আবার ছেলেমেয়েদের জন্য কাজ করে শুধু ছেলে মেয়েদের সুখের জন্য।
আর বর্তমানে কিন্তু মায়ের সাথে বেশি খারাপ ব্যবহার করা হয় আপন লোকগুলো। তবে শত কষ্ট দিলেও মা ছেলে মেয়েদের পাশে থাকে। মা একটা ভালবাসা না মা হচ্ছে একটা ভালোবাসার ভান্ডার এবং আত্মত্যাগের কারখানা। কারণ শত কষ্টের বিনিময়ে হলেও মা চেষ্টা করে হাসিমুখে থেকে ছেলেমেয়েদের পাশে থেকে ছেলে মেয়ের মুখ দেখার জন্য। কারণ ছেলেমেয়েরা সুখে থাকলে মায়ে মনে করে সেই সুখে আছে। আর মাকে অনেক সময় মূল্যবান না করলেও মা মুখ দিয়ে কিছুই বলেনা। কারণ মা চেষ্টা করে নিজের জীবন দিয়ে হলেও ছেলে-মেয়ের জন্য ভালো কিছু করার। এই কারণে মা সকল ক্ষেত্রে সকল পরিবেশে ছেলে-মেয়েদের জন্য মায়ে থাকে। আশা করে আমার পোস্ট পড়ে আপনাদের ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1945848203749757024?t=FBsYEyk5JTNGoo2Jd4NxtQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1945849034981392543?t=Atf4xUD9Bs3WAU-2ZgDjgw&s=19
https://x.com/Jamal7183151345/status/1945849833513967831?t=UDpOOdKJ6GU_QCbQRDKgbQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1945850588530708849?t=ZhLfbI-bt6CyjL6wS1Y9vg&s=19
আপনার পোষ্টের সাথে আমি একমত। মা সকল ক্ষেত্রে সকল পরিবেশে মা থাকে। তবে এটি ঠিক মা শত কষ্ট নিয়েও হাসিমুখে থাকে ছেলেমেয়েদের সুখের জন্য। আর মায়ের মত নিঃস্বার্থ ভালোবাসা কেউ ভালোবাসে না। আর প্রতিটি মা সন্তানের জন্য বড়ই আশীর্বাদ। মা শব্দটি ছোট হলেও এই ডাক মুখে আনতে অনেক মধুর লাগে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।