অনুভূতি :-মাদ্রাসা থেকে প্রশিক্ষণে যাওয়ার মুহূর্ত শেষ পর্ব।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাদ্রাসা থেকে প্রশিক্ষণে যাওয়ার শেষ পর্ব। কিছুদিন আগে আমি প্রথম পর্ব শেয়ার করেছিলাম। আর প্রথম পর্ব প্রশিক্ষণে আরবি বিষয় নিয়ে প্রশিক্ষণ দিয়েছিল। আর আরবি পর প্রশিক্ষণ দিয়েছিল ইংরেজি থেকে শুরু করে বাংলা অংক ও অন্যান্য বিষয়গুলো। মূলত নূর আলী শিক্ষা বোর্ড থেকে লোক আসলো। এবং নোয়াখালী ও ফেনীর আশেপাশে মাদ্রাসাগুলো এক জায়গা শিক্ষক সবাই একত্রিত হল। আর ওইখানে প্রত্যেকটা বিষয় নিয়ে সুন্দর ভাবে আলোচনা করেছে শিক্ষা বোর্ডের লোকেরা। এবং কিভাবে ছাত্রছাত্রী পড়াতে হবে ।এবং ব্যবহার কিভাবে শিখাতে হবে ও ব্যবহার করতে হবে সবকিছু আলোচনা করেছে।
যখন ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করলো তখন দেখি স্কুলের থেকে কয়েকটি অক্ষর উচ্চারণ একটু ভিন্ন। আর নূর আলী বোর্ডের এই অক্ষর গুলো উচ্চারণ শুনে তো অনেকে হা করে তাকিয়ে রইল। আর প্রশিক্ষণের শিক্ষক সবার হাতে চক সিলেট দিলেন। কোন অক্ষর কতটুকু থেকে কতটুকু পর্যন্ত লিখতে হবে এবং কি উচ্চারণ করবে সেটি বারবার দেখিয়ে দিলেন। আবার প্রশিক্ষণের শিক্ষকটি বারবার আমাদের অনেককে জিজ্ঞেস করতে লাগলো অক্ষরগুলো কিভাবে উচ্চারণ করবে এবং কিভাবে পড়াতে হবে। এভাবে অনেকক্ষণ পর্যন্তই ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করেছে।
তারপর বাংলা এবং অংক খুব সুন্দর করে আলোচনা করলাম। আর প্রত্যেকটার বিষয় আলাদা আলাদা শিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হল। তবে মনোযোগ দিয়ে প্রশিক্ষণের ক্লাস গুলো আমি করেছিলাম। কারণ প্রত্যেকটা অক্ষর এবং প্রত্যেকটা চিহ্ন নিয়ে তারা খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছে। আর ওইখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোটামুটি ভালই শিক্ষক আসলো। প্রথমে আমরা যখন গেলাম তখন শিক্ষক খুব কম ছিল। পরে আস্তে আস্তে এত শিক্ষক বাড়লো দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম। অনেক বড় একটি জায়গার মধ্যে আমাদের প্রশিক্ষণ ক্লাস হচ্ছে শিক্ষকদের। ওই জায়গাটি সম্পূর্ণ হয়ে গেল কিছুক্ষণের মধ্যে শিক্ষকরা এসে বসার কারণে।
এরপর অনেকক্ষণ পর্যন্ত বাংলা অংক বিষয় নিয়ে আলাদা আলাদা শিক্ষক প্রশিক্ষণ দিয়েছেন। তারপর তারা বলতে লাগলো ছাত্ররা প্রথমে ক্লাসে আসলে সুন্দরভাবে সালাম দিতে হবে। এবং যাওয়ার সময় সবাই সালাম দিয়ে বাহির হতে হবে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নিয়ম থাকলে আসার ব্যবহার ও ভালোভাবে শিখবে। তবে যদি ছাত্ররা সালাম দিতে ভুলে যায় তাহলে শিক্ষক সালাম দিয়ে মনে করিয়ে দিতে হবে। আর চেষ্টা করতে হবে তাদেরকে ভালোভাবে আদব ব্যবহার শিখাতে। যারা বড় হয়ে তারা ভালো ব্যবহার করতে পারে এবং ভালোভাবে চলতে পারে সবার সাথে। তাদের কথাগুলো শুনে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো।
এবং শেষদিকে আলোচনা করেছিল ছাত্রদের কে কোনভাবে আঘাত করা যাবে না। অনেক জায়গা আছে শিক্ষক ছাত্রকে অনেক আঘাত করে এতে করে প্রতিষ্ঠান বদনাম হয়। আর পড়ালেখা যদি দুর্বল হয় ওই ছাত্রকে বারবার বোঝানোর চেষ্টা করেছে। যাতে করে ছাত্র-ছাত্রীকে আঘাত না করা হয়। আঘাত করলে ছাত্ররা ভয় পাবে এবং পড়ালেখা করতে আসবে না মাদ্রাসায়। আর যেভাবে ছাত্রকে বোঝানো যায় ওইভাবে বোঝাতে হবে। কারণ শিক্ষক মাদ্রাসার বড় কথা না। কারণ মাদ্রাসায় যদি ছাত্র না থাকে তাহলে শিক্ষকের কোন দামে নেই। আর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র থাকলে তাহলে শিক্ষকদের দাম আছে। এই কথাগুলো সুন্দরভাবে প্রশিক্ষণের প্রফেসর আমাদেরকে বলেছে। আর যেভাবে ছাত্রদেরকে বোঝানো যায় পড়ালেখাতে সেভাবে চেষ্টা করার জন্য বলেছে। এই হচ্ছে মাদ্রাসা থেকে প্রশিক্ষণে যাওয়ার শেষ পর্ব। আশা করি আমার পোস্ট পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1928690850898325667?t=8ZR-KfLqWpWcTYTbMxl6yA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। যদিও আগের পর্ব আমার পড়া হয়নি। সত্যি শিক্ষা মূলক পোস্ট গুলো পড়তে অনেক ভালো লাগে। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/Jamal7183151345/status/1928860235046773167?t=cEQDy2904FmrkDkW-Nt2QQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1928998005182484787?t=gDAarB9bB7qxnDo9Dgn9tQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1928998858824077633?t=4r4v7iMWdOfjm3swDwiv2Q&s=19
https://x.com/Jamal7183151345/status/1928999343329071108?t=bfYMSjmgcR5WxIaGsttl5w&s=19