খাবারটা দেখিয়ে তো লোভ লাগিয়ে দিলেন। ডিমের যেকোনো রেসিপি আমার বেশ ভালো লাগে। তবে ডিমের কালিয়া কখনো খাওয়া হয়নি। আপনার কাছ থেকে আজকে রেসিপিটা শিখে নিলাম। গরম গরম ভাতের সাথে খেতে নিশ্চয়ই দারুন লাগবে। ধন্যবাদ আপনাকে লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।
আপনাদের যখন লোভ লেগে যায় তখনই তো আমার রান্নার সার্থকতা আসে আপু😅 গরম ভাতের সাথে খেতে অসাধারণ লেগেছিলো।ধন্যবাদ আপু।