এরকম ডিম দিয়ে পটল ভাজি করে কখনো খাওয়া হয়নি। আমাদের বাসায় চিচিঙ্গা দিয়ে এরকম ডিম দিয়ে ভাজি করা হয়। তবে পটল কখনো রান্না করা হয়নি এভাবে। এ ধরনের ভাজি গুলো গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে দারুন লাগবে। বেশ লোভনীয় লাগলো আপনার রেসিপি দেখে। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।
আপনার যেহেতু কখনো খাওয়া হয়নি তাহলে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগবে আশা করি।