You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলায় গরমের সময়ে যেসব সেরা পানীয়ে চুমুক দেওয়া হতো

in আমার বাংলা ব্লগlast year

এই কয়েকটা বছরই মনে হচ্ছে সবচেয়ে বেশি গরম পড়ছে। আগে এত গরম দেখা যেত না। ছোটবেলায় গরমের দিনগুলোতে গ্রামে তেমন থাকা হতো না। মাঝে মাঝে গ্রীষ্মকালীন ছুটি পেলে যেতাম। গ্রামের টিউবলের ‌ পানি আসলেই খুব ঠান্ডা হয়। আর মাটির কলসি তে রাখলে আরো বেশি ঠান্ডা থাকে। ছোটবেলায় তো বেশ লোভনীয় পানীয় খেতেন গরমের সময়। মাঠা বা ঘোল কখনো খাওয়া হয়নি। প্রত্যেকটা পানীয় তো বেশ মজার।